বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৫, ২২:০৯
অ- অ+

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন করে ফিল্ডিং কোচ হিসেবে জেমস প্যামেন্টকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫৬ বছর বয়সি প্যামেন্ট ইংল্যান্ডে জন্ম নিলেও পেশাদার ক্রিকেট খেলেছেন নিউজিল্যান্ডের অকল্যান্ডের হয়ে।

আসন্ন জিম্বাবুয়ে সিরিজের আগেই যোগ দেবেন বলে জানানো হয়েছে বিসিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে।

২০১৮ সাল থেকেই জেমস প্যামেন্ট ছিলেন ভারতের আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ। সহকারী কোচ হিসেবে খেলোয়াড়দের ফিল্ডিং এবং রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন।

এর আগে, প্যামেন্ট নিউজিল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর প্রধান কোচ হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেন। সেই সময় তিনি নিউজিল্যান্ড জাতীয় দল, 'এ' দল এবং অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং রিসোর্স কোচ ও স্পেশালিস্ট টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন।

এছাড়াও ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ঘরোয়া সিরিজ চলাকালে তিনি সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে কিছুদিনের জন্য যুক্তরাষ্ট্র দলের অন্তর্বর্তী কোচের ভূমিকাও পালন করেন।

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশপ্রেম ও পেশাদারিত্ব যখন অপরাধ হয়ে ওঠে: রাষ্ট্রদূত সুফিউর রহমানের নীরব কূটনৈতিক যুদ্ধ
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
ট্রেন মিস করলেন তাবিথ আউয়াল?
গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে বিএনপির শোকজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা