এএইচএফ কাপ হকি

কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৫, ২২:১৯
অ- অ+

ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের নবম আসরে নিজেদের প্রথম ম্যাচেই কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অভিজ্ঞ আশরাফুল ইসলাম। এছাড়া একটি করে গোল করেন নাইম উদ্দিন, রাকিবুল হাসান ও সোহানুর রহমান সবুজ। কাজাখস্তানের হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি করেন আগিমতাই দুইসেনগাজি।

এর আগে কাজাখস্তানের বিপক্ষে কখনও হারেনি বাংলাদেশ। এ ম্যাচে ৩৭ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতা ছিলো খেলা। আর তাতেই কাজাখস্তানের বিপক্ষে প্রথমবারের মতো হারের শঙ্কা জেগেছিলো বাংলাদেশের।

এরপর ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন বাংলাদেশের খেলোয়াড়েরা। প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ করতে থাকেন সোহানুর রহমান সবুজরা। শেষ দুই কোয়ার্টারে কাজাখস্তানের জালে ৪ গোল দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

এর আগে ২০২২ সালের এএইচএফ কাপে কাজাখস্তানকে ৮ গোলে উড়িয়ে দিয়েছিলো বাংলাদেশ। নিজেদের পরবর্তী ম্যাচে রবিবার (২০ এপ্রিল) স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা