আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত, সূচি চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৫, ১৮:২৪| আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২০:৫৫
অ- অ+
ছবি: সংগৃহীত

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত।

মঙ্গলবার এই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী, ১৩ আগস্ট ঢাকায় পৌঁছাবে ভারত। ১৭ আগস্ট থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। পরের ওয়ানডে হবে ২০ আগস্ট। সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও ভারত ক্রিকেট দল। সেখানে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। ২৩ আগস্ট বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

ওয়ানডে সিরিজ শেষে ২৬ আগস্ট থেকে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ভারত। সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে আবারও ঢাকায় ফিরবে তারা। মিরপুরে টি-টোয়েন্টির শেষ দুই ম্যাচ হবে যথাক্রমে- ২৯ ও ৩১ আগস্ট।

এই প্রথমবারের মত বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

ভারত সিরিজ নিয়ে বিসিবি প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরি বলেন, ‘এই সিরিজটি আমাদের হোম ক্যালেন্ডারের সবচেয়ে রোমাঞ্চকর এবং প্রত্যাশিত আয়োজনগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে সকল সংস্করণেই ভারত অসাধারণ ক্রিকেট খেলছে। দু’দেশেরই লাখ-লাখ ক্রিকেটপ্রেমী এই সিরিজটি উপভোগ করবে।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ এবং ভারত বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেছে এবং আমি নিশ্চিত এটিও উত্তেজনাপূর্ণ এবং উপভোগ্য সিরিজ হবে।’

ভারতের বিপক্ষে সর্বশেষ দুটি দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৫ সালে ও ২০২২ সালে ঘরের মাঠে তিন ম্যাচের দু’টি সিরিজই ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
ইলন মাস্কের স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা