শুরুর আগেই পিএসএল শেষ লিটনের, ফিরছেন দেশে

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৫, ১৮:০৭
অ- অ+

শুরুর আগেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। করাচি কিংসের হয়ে অনুশীলনে আঙুলে চোট পান এই ডান-হাতি ব্যাটার। ইনজুরি থেকে সুস্থ হতে দুই সপ্তাহ লাগবে, এতে কোনা ম্যাচ না খেলেই দেশে ফিরে আসছেন তিনি।

করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে গত মঙ্গলবার পাকিস্তানে যান লিটন। মূল লড়াইয়ে নামার আগেই অনুশীলনে আঙুলে চোট পান তিনি।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ খবর নিশ্চিত করেছেন লিটন নিজেই।

লিটন লিখেছেন, ‘করাচি কিংসের হয়ে পিএসএল খেলার জন্য আমি উচ্ছ্বসিত ছিলাম। তবে সৃষ্টিকর্তার হয়তো অন্য কোন পরিকল্পনা ছিল। অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছি। স্ক্যানে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে এবং সুস্থ হতে অন্তত দুই সপ্তাহ লাগবে।’

তিনি আরও লিখেছেন, ‘খুবই দুঃখজনকভাবে পিএসএল অভিযান শুরুর আগেই শেষ হয়ে গেল। আমি বাংলাদেশে ফিরে আসছি এবং দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া প্রার্থনা করছি। আমার দল করাচি কিংসের জন্য শুভকামনা থাকল।’

চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থাকলেও পিএসএল খেলার ছাড়পত্র পেয়েছিলেন লিটন।

লিটন ছাড়াও এবারের পিএসএলে বাংলাদেশ থেকে খেলার সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানা। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ এবং পেশোওয়ার জালমির হয়ে খেলবেন রানা।

শুক্রবার থেকে শুরু হয়েছে পিএসএলের দশম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লাহোর ও ইসলামাবাদ ইউনাইটেড। এ ম্যাচে লাহোরের হয়ে খেলার সুযোগ পাননি রিশাদ। ইসলামাবাদের কাছে ৮ উইকেটে হেরেছে লাহোর।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
ইলন মাস্কের স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা