সিরাজগঞ্জ জেলা বিএনপির পাঁচ নেতার পদ স্হগিত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৫, ২১:১১
অ- অ+

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার তিন দিনের মাথায় পাঁচ নেতার পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বলে জানান সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন- আনিসুজ্জামান পাপ্পু, আব্দুল কাদের চেয়ারম্যান, খন্দকার সেলিম জাহাঙ্গীর, মিলন ইসলাম খান এবং রুহী আফজাল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ এপ্রিল সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটিতে পাঁচজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। নির্দেশক্রমে তা স্থগিত করা হলো।

তবে পদ স্থগিতের বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো কারণ দেখানো হয়নি।

গত ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করে ১৮ সদস্যবিশিষ্ট সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্ততি কমিটি গঠন করা হয়।

সম্প্রতি বিভিন্ন অভিযোগ ওঠায় এই কমিটির সদস্য এম এ মুহিত ও গোলাম সরোয়ারের পদ স্থগিত এবং মজিবুর রহমান লেবুকে দল থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে সম্মেলন প্রস্তুতি কমিটিতে সদস্যেআছেন ১৫ জন।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা