সাউথইস্ট ব্যাংক সাইজিউর প্রযুক্তি কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

১০ম সাইজিউর প্রযুক্তি কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ ইস্ট ব্যাংক পিএলসি। গত ১২ এপ্রিল শ্যামলী ক্লাব মাঠে ফাইনাল কেলা অনুষ্ঠিত হয়।
প্রযুক্তি কাপ ক্রিকেট টুর্নামেন্ট হলো দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের (ব্যাংক, এনবিএফআই, ফার্মাসিউটিক্যাল, বাইং হাউস, ফিনটেক, আইটি কোম্পানি, এনজিও ও কর্পোরেট হাউস) মধ্যে প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে প্রতিটি টিমের খেলোয়াড়দের মধ্যে অর্ধেকই আইটি অফিসার।
২০১২ সাল থেকে কর্পোরেট প্রযুক্তি লিমিটেড নামক প্রতিষ্ঠান এই প্রযুক্তি কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে আসছে। সাইজিউর (SyZure) ক্লাউড সার্ভিসেস ছিল ১০ম প্রযুক্তি কাপের টাইটেল স্পন্সর।
১৬টি দলের অংশগ্রহণে নক আউটভিত্তিক প্রতিযোগিতায় টুর্নামেন্ট জুড়ে ব্যাংকের আইটি বিভাগ এবং কার্ড বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সাউথইস্ট ব্যাংক দল অসাধারণ দক্ষতা, শৃঙ্খলা এবং দলীয় সমন্বয় প্রদর্শন করে। তারা অপরাজিত থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে জয় লাভ করে এবং গ্র্যান্ড ফাইনালে সার্বিক দলীয় নৈপুণ্য প্রদর্শণ করে শিরোপা অর্জন করে।
গ্র্যান্ড ফাইনালে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কার্ড ডিভিশনের প্রধান মো. আবদুস সবুর খান, ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন-চার্জ কাজী মো. এহসানুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড সিএসআর ডিভিশনের প্রধান মো. মুসফিকুর রহমানের উপস্থিতি খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে ভূমিকা রাখে।
এছাড়া, সাউথইস্ট ব্যাংক পিএলসির আরও অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও কর্মীরা পুরো টুর্নামেন্ট জুড়ে উপস্থিত থেকে খেলোয়ারদের উৎসাহিত করেন। (বিজ্ঞপ্তি)
(ঢাকাটাইমস/১৬এপ্রিল/মোআ)

মন্তব্য করুন