শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে গলাকেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে গলাকেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন বাবা। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় নিজ ঘরে বাবা মোহাম্মদ আলী ছেলে আনোয়ার হোসেনকে (২৫) ঘুমন্ত অবস্থায় বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন।
ওই বাবা ও থানা প্রশাসন সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে বিদেশ থেকে ফিরে মাদকাসক্ত হয়ে পড়েন আনোয়ার। সে সময় মাদক নিরাময় কেন্দ্রে গিয়ে সুস্থ হয়ে আবার মালয়েশিয়ায় চলে যান তিনি।
তবে দেড় বছর আগে মালয়েশিয়া থেকে ফিরে আবার মাদক সেবন শুরু করেন আনোয়ার। তার জমানো আট লাখ টাকা খরচ করে ফেলেন। পরে মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারে চাপ দিতেন। পুকুরের মাছ, গোয়ালের গরু বিক্রি করে টাকা নিতেন।
সেই ধারাবাহিকতায় মঙ্গলবার মাদকের টাকা না পেয়ে গোয়ালের ১১টি গরুকে মারধর করেন আনোয়ার। তার বাবা বাধা দিতে গেলে তাকেও কিল-ঘুসি মারতে থাকেন। ছেলের এমন আচরণে ক্ষুব্ধ হয়েই তাকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করেন বাবা।
ঘটনার পর রক্তাক্ত জামা পরেই থানায় চলে আসেন আনোয়ারের বাবা। বলেন, ‘আমি আমার ছেলেকে মেরে ফেলেছি। আমাকে গ্রেপ্তার করেন।’ পুলিশ তাকে আটক করে। সত্যতা যাচাইয়ের জন্য নানাইয়া আটি পাড়া গ্রাম থেকে আনোয়ারের গলাকাটা লাশ উদ্ধার করে।
শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদিন মন্ডল জানান, ‘ভোরে মোহাম্মদ আলী আত্মসমর্পণ করলে আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।’
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এজে)

মন্তব্য করুন