ফেনীতে দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ, মা-ছেলে গ্রেফতার

ফেনীর সোনাগাজীতে আবদুল মতিন (৫০) নামের এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা সম্পর্কে মা-ছেলে।
উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের জিৎপুর গ্রামের মতিনের দোকানের সামনে আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে আবদুল মতিন জিৎপুর রিয়াজ স্টোরের মালিক। গত ২৮ এপ্রিল সোমবার দিবাগত রাতে তার দোকান থেকে নগদ ২৫ হাজার ৮০০ টাকা এবং কয়েক কার্টন বিভিন্ন ধরনের সিগারেট চুরি হয়।
আজ সকাল ১১টায় মতিগঞ্জ তানবিন গ্রোসারিজের মালিকের কাছে ২৩ প্যাকেট সিগারেট বিক্রি করতে যান মতিনের বাড়ির অটোরিকশা চালক মো. হৃদয় (২৫)। সিগারেটগুলো কোম্পানির দর থেকে কম দরে বিক্রি করতে চাইলে দোকানি শহীদ উল্লাহ হুমায়ুনের সন্দেহ হয়। তিনি কয়েকজন ব্যবসায়ীকে খবর দেন।
এর মধ্যে তিনি জিৎপুরের মতিনের দোকান চুরির খবর জানতে পারেন। হৃদয়কে বসিয়ে রেখে তিনি তাকে খবর দেন। খবর পেয়ে মতিন তার স্বজনদের নিয়ে শহীদের দোকানে হাজির হন। হৃদয়কে আটক করে জিৎপুরে তার দোকানের সামনে নিয়ে যান। সেখানে হৃদয়ের মা শাহানা আক্তার উপস্থিত হয়ে নিজের ছেলেকে নির্দোষ দাবি করে মতিনকে মারধর শুরু করেন। এ সময় হৃদয় ও তার মা শাহানার হামলায় দোকানি মতিন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা তাৎক্ষণিক শাহানা আক্তার (৪০) ও তার ছেলে হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করেন। শাহানা আক্তার ভাদাদিয়া গ্রামের আবদুল মতিনের বাড়ির শহীদুল ইসলামের স্ত্রী।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/মোআ)

মন্তব্য করুন