খুলনায় ট্যাংক লরি উল্টে দুই নারী নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর-যশোর সড়কের নরনিয়া গ্রামে তেলবাহী ট্যাংক লরি উল্টে ঘটনাস্থলেই দুই নারী নিহত হয়েছেন।
আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের স্ত্রী মোছা. মাজেদা খাতুন (৪৮) এবং ফজর আলী সরদারের স্ত্রী মোছা. রোকেয়া খাতুন ওরফে রকি।
ওসি আরও জানান, খবর পেয়ে ডুমুরিয়া থানা ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে যায়। ট্যাংক লরির চালক ঘটনার পরই পালিয়ে যায়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/মোআ)

মন্তব্য করুন