গুলশানে নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি ক্রোক

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নামে রাজধানীর গুলশান আবাসিক এলাকায় থাকা ৩৭ দশমিক ৯৫ শতাংশ জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এসব জমির বর্তমান দলিল মূল্য ২০০ কোটি টাকা।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, অনুসন্ধানে জানা যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নামে এ স্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তিনি এসব সম্পদ হস্তান্তর বা বিক্রি করার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের জন্যে তার এ স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেওয়া একান্ত প্রয়োজন। আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত।
দুদকের তথ্য অনুযায়ী, গুলশানে ৩৭ দশমিক ৯৫ শতাংশ জমি জমিটি হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের নামে নামজারি করা হয়েছে।
এর আগে গত ২০ এপ্রিল নসরুল হামিদের তিনটি অ্যাপার্টমেন্ট ও একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। এ ছাড়া তার তিনটি ল্যান্ড ক্রুজার গাড়িও জব্দ ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।
তার আগে গত ২৭ জানুয়ারি নসরুল হামিদের ছেলে জারিফ হামিদের নামে থাকা একটি ফ্ল্যাট জব্দ এবং তার ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। জারিফের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেন আদালত।
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এমআর)

মন্তব্য করুন