গোপালগঞ্জ আ.লীগের সাধারণ সম্পদক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৫, ০১:০৮
অ- অ+

বেনাপোলে আটক গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার পর গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়ের আদালত এই আদেশ দেন। এর আগে রাত নয়টার দিকে তাকে আদালতে তোলা হয়।

সেখানে তাকে সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল দুপুরে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় বেনাপোলে ইমিগ্রেশনে আটক হন জি এম সাহাবুদ্দিন।

পুলিশ জানায়, গতকাল সকালে জি এম শাহাবুদ্দিন আজম ভারতে যাওয়ার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে যান। এর আগে তার দেশ ছাড়ার বিষয়ে ইমিগ্রেশনকে সতর্ক করেছিল পুলিশ। ফলে তার পাসপোর্ট লক থাকায় ইমিগ্রেশন পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি। পরে তারা বেনাপোল পোর্ট থানায় তাকে হস্তান্তর করে। পরে থানা থেকে তাকে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

জি এম সাহাবুদ্দিন আজম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক দিদার হত্যা মামলার প্রধান আসামি এবং ঢাকার যাত্রাবাড়ি থানায় হত্যা মামলার একজন ইজাহার নামীয় আসামি।

জি এম শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা। তিনি মৃত মইনউদ্দিনের ছেলে।

(ঢাকাটাইমস/১১জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা