বিভেদ ঘুচাতে মানুষের মাঝে প্রেম সৃষ্টির আহ্বান মির্জা ফখরুলের

সমাজের নানা বিভেদ, বিভাজন ও দূরত্ব কমাতে এবং বিভেদমুক্ত সমাজ গড়তে মানুষের মাঝে মানুষের প্রেম সৃষ্টি করতে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে শহরের সেন্ট মাদার তেরেজা স্কুলে তাকে দেওয়া এক অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
বিএনপি মহাসচিব বলেন, ‘কেউ যদি আমাকে বলে জীবনের সব থেকে সুন্দর সময় কখন কাটিয়েছেন, আমি বলব যখন শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করেছি। আমি বিশ্বাস করি শিক্ষাপ্রতিষ্ঠানে যারা কাজ করেন তারা ভালোবাসা দিয়ে বিভেদমুক্ত একটি সমাজ গড়ার চেষ্টা করেন।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দুর্ভাগ্য আজকাল গোটা পৃথিবীতে কেমন যেন বিভেদ সৃষ্টি হয়েছে, বিভাজন হচ্ছে। হিংসা, প্রতিহিংসা, হানাহানি থেকে ফিরে আসার একমাত্র পথ মানুষের মাঝে ভালোবাসা সৃষ্টি করা। মানুষের মাঝে প্রেম সৃষ্টি করা এবং বিভেদমুক্ত সুন্দর সমাজ গঠনের তাগিদ দেওয়া।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘১৯৭১ সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তোমরা যারা মানবিক বিভাগে পড়াশোনা করো, তোমরা নিশ্চয় জানো গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র হলো সেই রাষ্ট্রব্যবস্থা যেখানে সবার মতামতের ভিত্তিতে একটি রাষ্ট্র পরিচালিত হয়।’
‘এই রাষ্ট্রব্যবস্থার জন্য নতুন করে আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমরা যেন এ সুযোগ কাজে লাগাতে পারি। সবাই কথা বলতে পারে এমন রাষ্ট্র তৈরি করতে পারি। বিশেষ করে মেধার অধিকার প্রতিষ্ঠা করতে পারি।’ বলেন মির্জা ফখরুল।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/মোআ)

মন্তব্য করুন