১০ জনের দল নিয়ে কিংসকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৫, ২২:০৩
অ- অ+

কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দেখা গেলো এক দুর্দান্ত লড়াই। বসুন্ধরা কিংসের মতো শক্তিশালী দলকে ১০ জন নিয়ে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে জায়গা করে নিয়েছে আবাহনী লিমিটেড ঢাকা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় মাঠে নামা দুই দলই ছিল জয়ের জন্য মরিয়া। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় মিলিয়ে খেলাটি শেষ হয় ১-১ গোলে। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় আবাহনী।

ম্যাচের ৪২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আবাহনীর ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু। এতে ১০ জনের দলে পরিণত হয় আকাশি-নীলরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৫৬ মিনিটে বসুন্ধরা কিংস এগিয়ে যায়। জনাথনের পাস থেকে মজিবুর রহমান জনি বল জালে জড়ান।

তবে একজন কম নিয়ে খেললেও মারুফুল হকের দল কোনোভাবেই পিছু হটেনি। ম্যাচের শেষ দিকে, ৮৭ মিনিটে আবাহনীর হয়ে গোল করেন আরমান ফয়সাল আকাশ। ১-১ সমতায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে মোহাম্মদ হৃদয়ের শট লক্ষ্যভ্রষ্ট হলে খেলা চলে যায় টাইব্রেকারে।

টাইব্রেকারে কিংস গোলপোস্টে পরিবর্তন এনে আনিসুর রহমান জিকোকে মাঠে নামায়। কিন্তু অভিজ্ঞতা দিয়েও ঠেকানো যায়নি আবাহনীকে। জাফর ইকবালের প্রথম শট ঠেকালেও এরপর রাফেল, এমেকা, সবুজ গোল করে এগিয়ে রাখেন দলকে। কিংসের পক্ষে রাহুলের শট ঠেকিয়ে দেন আবাহনীর কিপার মিতুল মারমা।

শেষে ব্রাজিলিয়ান ডেসিয়েলের শট গোলপোস্টের ওপর দিয়ে গেলে আবাহনীর সামনে জয়ের সুযোগ তৈরি হয়। সেই সুযোগ কাজে লাগান ইব্রাহিম। নিশ্চিত গোল করে কিংসের স্বপ্নভঙ্গ করেন এবং আবাহনী শিবিরে এনে দেন আনন্দের জোয়ার।

এখন কিংসকে ফাইনালে উঠতে হলে দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জের বিপক্ষে জয় পেতে হবে।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
টাঙ্গাইলে ৫ বছরেও অসমাপ্ত ব্রিজের নির্মাণকাজ! ঠিকাদার লাপাত্তা ৬ মাস 
সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি ‘ব্লকড’
যে কারণে স্থগিত হয়ে গেল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা