নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৫, ১৪:৪৮
অ- অ+

যশোরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র জিহাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনচার্জ খন্দকার মিরাজুল ইসলাম।

এর আগে শনিবার বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যায় জিহাদ।

মৃত জিহাদ হোসেন যশোর সদর উপজেলার সানতলা গ্রামের উজির আলীর ছেলে।

জানা যায়, শনিবার দুপুরে ছোট বন্ধুদের সাথে বাড়ির পাশে ভৈরব নদীতে গোসল করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর বন্ধুরা মিলে ব্রিজ হতে লাফ দেওয়া শুরু করে। এসময় সবাই উঠলেও জিহাদ ভেসে না উঠলে তার সাথের বন্ধুরা ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করে। বহু খোঁজাখুঁজির পরও জিহাদের কোন সন্ধান না পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসের খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে খুলনায় তাদের উন্নত উদ্ধারকারী টিমের সাথে যোগাযোগ করেন। খুলনা থেকে টিম এসে বিকাল ৫টার পর উদ্ধার অভিযান শুরু করে। এরপর সন্ধ্যা হয়ে যাওয়ায় সাড়ে ৭টায় উদ্ধার অভিযান শেষ করেন তারা।

রবিবার সকালে ডুবুরি দল দ্বিতীয় অভিযান শুরু করে। সকাল ৯টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে উদ্ধারকারীরা।

যশোর সেনানিবাসের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলাম জানান, গতকাল অন্ধকার হয়ে যাওয়ায় আমরা উদ্ধার অভিযান শেষ করি।

রবিবার সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করার কিছু সময় পর আমাদের টিমের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করে।

(ঢাকা টাইমস/১৩জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদক ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান
নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার     
মিরপুরের কসমো স্কুলের আগুন নিয়ন্ত্রণে
সদরপুরে ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা