টেকনাফে যুগান্তরের সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের হামলা
কক্সবাজারের টেকনাফে দৈনিক যুগান্তর এর ভ্রাম্যমাণ প্রতিনিধি সাংবাদিক আবুল কাশেমের ওপর ইয়াবা কারবারি ও অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসীরা গুলি ও হামলা করেছে। এতে সাংবাদিক আবুল কাশেমের বাম হাতে আঘাত প্রাপ্ত হয়।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঝিমংখালী এলাকায় এই ঘটনা ঘটে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ গিয়াস উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
(ঢাকা টাইমস/১৯নভেম্বর/এসএ)
মন্তব্য করুন