ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার চায় নোবিপ্রবি ছাত্রদল 

নোবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ২০:০৯
অ- অ+

ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহারসহ ৮ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান এবং সংবাদ সম্মেলন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদল।

সোমবার উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা সংবাদ সম্মেলন করেন।

নোবিপ্রবি ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব সাহারাজ উদ্দীন জিহানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে স্মারকলিপি উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান।

এছাড়া ছাত্রদলের সাব্বির হোসাইন শান্তসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দাবিগুলো হলো- ছাত্র রাজনীতি পুনর্বহাল, গণতান্ত্রিক রিজেন্ট বোর্ড গঠন, দোসর ও অবৈধ নিয়োগ মুক্ত ক্যাম্পাস, নারী শিক্ষার্থীদের অধিকার ও সেবার উন্নয়ন, মেয়েদের হল রাত ৯টা পর্যন্ত খোলা রাখতে হবে এবং প্রতিটি হলে ভর্তুকি সংযুক্ত ডাইনিং চালু করতে হবে, শিক্ষার্থীদের বসার স্থান, প্রযুক্তি ও আলোকসজ্জা, সৌন্দর্য রক্ষা ও শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সকল ধরনের রাজনীতি এবং রাজনৈতিক প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করে রিজেন্ট বোর্ড। এরপর ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

(ঢাকা টাইমস/০২ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের খবর মিথ্যা: সিএ প্রেস উইং
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত
প্যানিক অ্যাটাক কী, কেন হয়, কতটা ভয়ানক, করণীয়ই বা কী?
ফেনীর রাজত্ব নিয়ে দুই হাজারীর দ্বন্দ্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা