শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান শ্রম উপদেষ্টার
শিল্প ও কলকারখানা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।
বুধবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউ (এনওএসএইচটিআরআই) পরিচালনার নীতিমালা ও কৌশল নির্ধারণে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন।
ড. এম. সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিকদের পক্ষে আছি, শ্রমিকদের জন্য যেটা ন্যায্য দাবি আমি সেটা শুনব। চেষ্টা করব দাবি আদায় করার। সেটা মালিক পক্ষ থেকে হোক কিংবা শ্রমিক পক্ষ থেকে হোক। শ্রমখাতে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের প্রশিক্ষণ থেকে শুরু করে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা সবই আমাদের দেখতে হবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা গবেষণা কার্যক্রম পরিচালনা করব। এর ফলে দেশে শ্রমমানের উন্নতি ঘটবে। রপ্তানি বাড়বে। আমাদের শিল্প সম্প্রসারণ হবে। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম দেশের শ্রমঘন অঞ্চল ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় বিস্তার করতে হবে। এই কেন্দ্রগুলোর মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্য, সেইফটি, দক্ষতা উন্নয়ন ও গবেষণায় কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, এনওএসএইচটিআরআই হবে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্রের একটি 'সেন্টার অব এক্সিলেন্স'। দ্রুত পুরোদমে এর কার্যক্রম শুরু করতে হবে।
আইএলও কান্ট্রি ডিরেক্টর তুমো পুটিয়ানিন বলেন, এনওএসএইচটিআরআই বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালর করবে। কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, শ্রমিকদের পুনর্বাসন, এবং আন্তর্জাতিক শ্রমমানদণ্ড বাস্তবায়নে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রতিষ্ঠান গার্মেন্টস শিল্পের উন্নয়নে কাজ করবে এবং ট্রেড ইউনিয়ন ও আইএলও সুবিধাভোগী হবে।
বক্তারা উল্লেখ করেন, উন্নত দেশগুলোর সফল উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশেও কার্যকর নীতিমালা প্রণয়ন এবং তা বাস্তবায়নে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা করি এই প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করবে।
কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালাটি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে এবং আইএলও'র সহযোগিতায় অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ফাহমিদা আখতার।
ঢাকাটাইমস/২৭নভেম্বর/আরএইচ/ইএস
মন্তব্য করুন