যত দ্রুত নির্বাচন তত দ্রুত স্বস্তি: বুলু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ২১:১৪
অ- অ+

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া বর্তমান অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব। এ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।

তিনি বলেন, যত দ্রুত নির্বাচন তত দ্রুত স্বস্তি। নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে না।

রবিবার বিকালে ডেঙ্গু প্রতি‌রো‌ধে গণ‌স‌চেতনতা বাড়া‌নোর ল‌ক্ষ্যে আলোচনা সভা ও লিফ‌লেট বিতরণ কর্মসূ‌চি‌তে রাজধানীর তেজগাঁও ম‌ণিপুরীপাড়ায় এয়ার‌পোর্টরোড সুপার মা‌র্কেটে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দা‌বি জানিয়ে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধা‌রে দে‌শের জনগণ‌কে নি‌য়ে বিএন‌পি ১৭ বছর ধ‌রে আন্দোলন করেছে। তাই অতি দ্রুতসময়ে এর সুফল জাতির কাছে পৌঁছে দেওয়া দরকার।

অন্তর্বর্তী সরকা‌রের উদ্দেশে বুলু ব‌লেন, দেশের জনগণের ভোট দেওয়ার রাস্তা তৈরি করুন। তারেক জিয়ার নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। এ সময় তিনি ফ্যাসিবাদী আওয়ামী লী‌গের বিরু‌দ্ধে ছাত্র-জনতার আন্দোল‌নে যারা আহত হ‌য়ে‌ছেন তা‌দের সুচিকিৎসায় আরও কার্যকর ভূ‌মিকা নেওয়ার আহ্বান জানান।

মির্জা ফাউ‌ন্ডেশ‌নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মির্জা মাজহারুল ইসলামের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন যুবদ‌লের সা‌বেক কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব।

এ সময় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ে খাদ্য ও পুষ্ঠিবিজ্ঞান বিভা‌গের অধ্যাপক ডা. আব্দুজ জা‌হের, যুবদ‌লের সা‌বেক কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী ও মির্জা ফাউ‌ন্ডেশ‌নের সি‌নিয়র সহসভাপ‌তি মোহাম্মদ আবেদ আলী।

অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গুর প্রকোপ কমা‌তে মশা নিধন কার্যক্রম আরো জোরদার কর‌তে অন্তর্বর্তী সরকা‌রের প্রতি আহ্বান জানান।

ঢাকাটাইমস/১৭নভেম্বর/জেবি/ইএস

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চমক দিয়ে একসঙ্গে তিন সিরিজের দল ঘোষণা পাকিস্তানের
সামরিক আইন জারি করায় অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
রুশ চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ইরানি শর্ট অ্যানিমেশন 'বিয়িং টেন'
বীরগঞ্জ ইউএনওর প্রত্যাহারের দাবিতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা