স্বৈরাচার বিদায় হয়েছে এখন দেশ গড়ার পালা: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ১৯:১৪| আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৯:৪৬
অ- অ+

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ আমরা স্বৈরাচারমুক্ত করেছি। দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে। এখন সামনের দিনে দেশ গড়ার পালা।

বৃহস্পতিবার বিকালে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত সদর উপজেলার শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দেশ গড়তে দেশের প্রত্যেক মানুষের সহযোগিতা প্রয়োজন। আমরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ব। বাংলাদেশে প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষ। আমাদের অনেক মেধাবী ডাক্তার ইঞ্জিনিয়ার ও অন্যান্য পেশার মেধাবী মানুষজন আছেন। আমি একজন রাজনৈতিককর্মী হিসেবে, বাংলাদেশের একজন সন্তান হিসেবে মনে করি, আমাদের শুধু মেধাবী ডাক্তার ও ইঞ্জিনিয়ার হলে চলবে না।

তিনি বলেন, আগামী দিনে অবশ্যই প্রফেশনাল খেলোয়াড় ও সাংস্কৃতিককর্মী তৈরি করতে হবে। যেন আমরা বিদেশের মাটিতে খেলায় অংশ নিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি। আর প্রফেশনাল খেলোয়াড় ও সাংস্কৃতিককর্মী হয়েও নিজের ভবিষ্যৎ গড়া যায়। পরিবারে সাপোর্ট করা যায়।

প্রয়াত প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিশুদের জন্য নতুনকুঁড়ি নামে যে টিভি অনুষ্ঠান চালু করেছিলেন তার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, শিশুদের জন্য আমরা নতুনকুড়ি অনুষ্ঠান প্রচার চালু করেছিলাম। সুযোগ এলে আমরা সাংস্কৃতিক ও খেলাধুলায় ভালো পরিবেশ ফিরিয়ে আনব।

অনুষ্ঠানে বক্তব্য দেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ সময় রংপুর বিভাগের ৮ জেলার নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৮নভেম্বর/জেবি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী হোয়াইট গ্রেপ্তার 
ব্যক্তিগত সফরে কক্সবাজারে মির্জা ফখরুল
বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘স্বতন্ত্র’, অন্যদের ওপর নির্ভর করে না: জয়সওয়াল
শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে এবি পার্টির শ্রমিক রাজনীতি: মজিবুর রহমান মঞ্জু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা