‘নেইমারকে চাই না, আমার ক্লাব কোনো হাসপাতাল নয়’

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ১৬:৫৬| আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৭:২৫
অ- অ+

ইনজুরির সাথে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের যেনো গভীর বন্ধুত্ব। ইনজুরির কারণে মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি সময় থাকতে হয় এই ব্রাজিলিয়ান ফুটবলারকে। অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরির কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন। মাঠে ফিরে দুই ম্যাচ না খেলতেই আবার ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান এই তারকা। ইনজুরিতে বিধ্বস্ত এই সুপারস্টার বলতে গেলে একরকম বোঝায় পরিণত হয়েছেন আল হিলালের।

সংবাদ মাধ্যমের দাবি, মোটা অঙ্কের অর্থে কেনা নেইমারকে জানুয়ারির দলবদলের বাজারে ছেড়ে দিতে চায় আল হিলাল। কারণ আগামী বছরের জুনেই নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে আল হিলালের। এবার নেইমার নাকি সৌদি আরবের পাট চুকিয়ে ফিরবেন নিজ দেশ ব্রাজিলে, নাম লেখাবেন শৈশবের ক্লাব সান্তোসে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্ত তো কদিন আগে এও দাবি করেছে, ৩২ বছর বয়সী তারকা ফরোয়ার্ড নাকি সান্তোস কর্তৃপক্ষকে সবুজ সংকেত দিয়ে রেখেছেন।

নেইমার যেহেতু ব্রাজিলে ফিরবেনই, তাহলে শুধু সান্তোস কেন; অন্য কোনো ক্লাবও তো তাকে কিনতে পারে। পালমেইরাস সান্তোসেরই নগর প্রতিদ্বন্দ্বী সাও পাওলোর ক্লাব হওয়ায় তাদেরও নেইমারের ব্যাপারে আগ্রহ থাকাটা স্বাভাবিক।

তবে সেই সম্ভাবনায় শুরুতেই জল ঢেলে দিয়েছেন পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউএলও’-কে দেওয়া সাক্ষাৎকারে চোটজর্জর নেইমারকে নিয়ে অনেকটা তাচ্ছিল্যের সুরে কথা বলেছেন ৬০ বছর বয়সী এই নারী ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী। তবে তিনি নেইমারের খেলার প্রশংসাও করেছেন।

নেইমারের মতো আনফিট খেলোয়াড়কে দলে দরকার নেই বলে সাক্ষাৎকারে জানিয়েছেন পালমেইরাস সভাপতি লেইলা পেরেইরা, ‘নেইমারকে পালমেইরাসে চাই না। কারণ, এই ক্লাব কোনো চিকিৎসা বিভাগ (মেডিকেল) নয়। আমি এমন একজনকে চাই, যে অচিরেই দলে আসতে পারে, কোচের চাওয়া অনুযায়ী আগামীকালই খেলতে নেমে যেতে পারে। আনফিট কারও ক্লাবে সই করা আমি মেনে নেব না।’

নেইমারকে প্রশংসায় ভাসিয়ে লেইলা পেরেইরা আরও বলেছেন, ‘সে অনেক বড় মাপের খেলোয়াড়। তবে সে এখানে আসবে না, সান্তোসে যাবে। যদিও আমি ঠিক জানি না। প্রশ্নটা আপনাকে সান্তোসকে করতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই।’

২০২১ সাল থেকে পালমেইরাসের সভাপতির দায়িত্বে আছেন লেইলা পেরেইরা। ক্রীড়া সংগঠক ও ব্যবসার পাশাপাশি আইনজীবী ও সাংবাদিক হিসেবেও তার নামডাক আছে। ইউওএল জানিয়েছে, ৩ বছরের মধ্যেই লেইলা ব্রাজিলের বিখ্যাত ও জনপ্রিয় ক্রীড়া পরিচালক হয়ে উঠেছেন। আগামী বছর পালমেইরাসের সভাপতি নির্বাচনে তিনিই প্রধান প্রার্থী হতে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২১১ রানের লিড নিয়ে স্বপ্নের মতো একটি দিন কাটালো বাংলাদেশ
কোন সময়ে শীতে রোদ পোহালে শরীরে তৈরি হবে ভিটামিন ডি
এলপিজির নতুন দাম ঘোষণা হবে বিকালে
এইচএসসি ও সমমানের ফরম পূরণ শুরু ২ মার্চ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা