কোকেন গ্রহণ করে এক মাসের জন্য নিষিদ্ধ নিউজিল্যান্ডের পেসার
নিষিদ্ধ মাদক কোকেন সেবন করার দায়ে এক মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে নিউজিল্যান্ডের পেস বোলার ডগ ব্রেসওয়েলকে। চলতি বছরের শুরুতে ঘরোয়া ক্রিকেটে একটি ম্যাচের আগে তিনি এমন কাণ্ড ঘটিয়েছিলেন।
নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে গত জানুয়ারিতে ওয়েলিংটনের বিপক্ষে সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে চমৎকার পারফরম্যান্স করেন ব্রেসওয়েল। ২১ রানে ২ উইকেট নেওয়ার পর ১১ বলে ৩০ রানের ইনিংস খেলে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। কিন্তু এই ম্যাচের পরেই ব্রেসওয়েল নিষিদ্ধ মাদক সেবন করেন বলে অভিযোগ ওঠে। ব্রেসওয়েলের নমুনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় এই ক্রিকেটারের নিষিদ্ধ মাদক সেবন করার ঘটনা প্রমাণিত হয়েছে।
স্পোর্ট ইন্টেগ্রিটি কমিশন নিশ্চিত করেছে, ব্রেসওয়েল প্রতিযোগিতার বাইরের সময় কোকেন ব্যবহার করেছেন এবং এটি খেলার সাথে সম্পর্কিত নয়। ফলে, তাকে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হলেও, চিকিৎসা কর্মসূচি সম্পন্ন করায় সেটি এক মাসে কমিয়ে আনা হয়। নিষেধাজ্ঞাটি চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর ধরা হয়েছে এবং ইতোমধ্যে সেটি শেষ হয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘ব্রেসওয়েল তার ভুল স্বীকার করেছেন এবং এটি থেকে শিক্ষা নিয়েছেন। তিনি আমাদের প্রত্যাশার বিষয়ে সম্পূর্ণ সচেতন এবং আমরা তাকে সহায়তা প্রদান চালিয়ে যাব।’
৩৪ বর্ষী এই ক্রিকেটার ২০১১ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ২৮ টেস্ট (৭৪ উইকেট), ২১ ওয়ানডে (২৬ উইকেট) এবং ২০ টি-২০ (২০ উইকেট) ম্যাচ খেলেছেন। সর্বশেষ ২০২৩ সালের মার্চে নিউজিল্যান্ডের হয়ে ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিলেন। এরপর জাতীয় দলে তাকে আর দেখা যায়নি।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টের একজন খেলোয়াড় হিসেবে ঘরোয়া ক্যারিয়ারে ব্রেসওয়েল সম্প্রতি ফ্রিল্যান্সার হওয়ায় ক্লাবের একটি চুক্তি থেকে বেরিয়ে এসেছেন। পরবর্তীতে তিনি আবুধাবি টি-২০ লিগে নিউইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে খেলবেন বলে আশা করা হচ্ছে। তারপর সামনের বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে জোবার্গ সুপার কিংসের অংশ হবেন।
(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন