পাকুন্দিয়া পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী জালাল
পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়ন সংক্রান্ত প্রত্যয়নপত্র হাতে পেয়েছেন অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন।
৩১ অক্টোবর অনুষ্ঠেয় পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
২০১১ সালের ২৭ অক্টোবর প্রথমবারের মতো পাকুন্দিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপি নেতা অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মেয়র নির্বাচিত হন। কিন্তু মেয়র পদে এবারের নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে। ফলে তফসিল ঘোষণার আগে থেকেই দলীয় মনোনয়ন পেতে বর্তমান মেয়র অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান খোকন তৎপরতা শুরু করেন।
(ঢাকাটাইমস/৪ অক্টোবর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন