যুক্তরাষ্ট্রে টকশো উপস্থাপনা করবেন জায়েদ খান
কয়েক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন দেশের অভিনেতা জায়েদ খান। শেখ হাসিনা সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি। কারণ, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। নতুন খবর হলো, যুক্তরাষ্ট্রে বসেই একটি টকশো উপস্থাপনা করবেন জায়েদ খান।
জানা গেছে, নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘ঠিকানা’ নামে একটি বাংলা সংবাদপত্রে যোগ দিয়েছেন এই অভিনেতা। প্রতিষ্ঠানটির ডিজিটাল প্লাটফর্মে বিনোদনমূলক একটি টকশো উপস্থাপনা করবেন জায়েদ খান। যেখানে অতিথি থাকবেন শোবিজ ও চলচ্চিত্রের তারকারা।
নিউইয়র্ক থেকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন জায়েদ খান নিজেই। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো উপস্থাপনায় দেখা যাবে তাকে।
এ প্রসঙ্গ জায়েদ খান বলেন, ‘যেকোনো প্রথম সব সময়ই স্পেশ্যাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে, সেটি দেখার অপেক্ষায়। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরবো অনুষ্ঠানটির মাধ্যমে।’
অভিনেতা আরও বলেন, ‘বিদেশের মাটিতে ‘ঠিকানা’ দেশের জন্য কাজ করছে। বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা আমাকে এমন একটি আয়োজনে রাখায় কৃতজ্ঞতা।’
(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এজে)
মন্তব্য করুন