শিল্পার স্বামীর পর্নগ্রাফি মামলায় চমকপ্রদ তথ্য দিলেন অভিনেত্রী
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার পর্নগ্রাফি মামলায় চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এলো। ভারতের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট-ইডির জেরায় একাধিক অজানা তথ্য প্রকাশ্যে আনলেন অভিনেত্রী গহনা বশিষ্ঠ। জানালেন প্রতিটা ছবির জন্য তিনি কত করে টাকা পেতেন। একই সঙ্গে এও বলেন রাজ কুন্দ্রার সঙ্গে তাঁকে কখনও দেখা হয়নি।
পর্নগ্রাফি মামলায় রাজ কুন্দ্রাকে ২০২১ সালে গ্রেপ্তার করা হয়। যদিও পরবর্তীতে জামিনে ছাড়া পান তিনি। এখনও মামলাটির তদন্ত চালাচ্ছে ইডি। গভীরভাবে তদন্ত করছে তারা। সেই মামলার জন্য গহনা বশিষ্ঠকে মঙ্গলবার ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। সেখানেই একাধিক অজানা তথ্য প্রকাশ্যে আনেন অভিনেত্রী।
কিন্তু রাজ কুন্দ্রা কি আদৌ জড়িত ছিলেন পর্নগ্রাফি কাণ্ডে? এই বিষয়ে গহনা জানিয়েছেন, তার সঙ্গে কখনোই রাজের দেখা হয়নি। তবে প্রতিটি কাজের জন্য তিনি তিন লাখ টাকা করে পেতেন। উমেশ কামাথের মাধ্যমে তার সঙ্গে সমস্ত যোগাযোগ করা হতো বলেই জানান গহনা।
অভিনেত্রী এদিন জেরায় এও জানান, তার সঙ্গে সেখানকার লোকজনের যেখানে দেখা হতো, সেসব জায়গায় গিয়ে তিনি ভিয়ান ইন্ডাস্ট্রিজ লেখা দেখতেন।
তবে বাস্তবে ব্যক্তিগতভাবে রাজ কুন্দ্রার সঙ্গে গহনার দেখা না হলেও সেই অফিসগুলো যেখানে তিনি মিটিংয়ের জন্য যেতেন, সেখানে রাজ কুন্দ্রা এবং তার পরিবারের ছবি দেখেছেন বলে জানান। সেসব দেখেই গহনার মনে হয়েছিল হটশট অ্যাপটি রাজ কুন্দ্রার। অর্থাৎ তিনি সেটার মালিক।
(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এজে)
মন্তব্য করুন