পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৫, ১৫:৩৮| আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৫:৫২
অ- অ+

চাঞ্চল্যকর ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, দক্ষতা, প্রশংসনীয় ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতি স্বরূপ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা’ পেয়েছেন পুলিশ সুপার (এসপি) কুদরত-ই-খুদা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ পদক পরিয়ে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মোট চারটি ক্যাটাগরিতে পুলিশ পদক দেওয়া হয়। এগুলো হলো—বিপিএম-সাহসিকতা, বিপিএম-সেবা, পিপিএম-সাহসিকতা ও পিপিএম-সেবা।

মো. কুদরত-ই-খুদা বর্তমানে পুলিশ সুপার হিসেবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলায় কর্মরত। তিনি পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

মো. কুদরত-ই-খুদা জনবান্ধব পুলিশিং, চাঞ্চল্যকর ক্লুলেস মামলার রহস্য উদঘাটন (১৩-১৪টা মামলা) ও বিরোধ নিষ্পত্তিসহ জনকল্যাণে কাজ করায় সবার প্রশংসা পান।

২০০৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকেই সহকারী পুলিশ সুপার হিসেবে লালমনিরহাট জেলা, সহকারী পরিচালক হিসাবে র‌্যাব-৩ ঢাকা, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হিসেবে গুলশান বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এডিসি পরিবহন বিভাগ ঢাকা, লালবাগ বিভাগে এডিসি প্রশাসন হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছেন।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রিজার্ভ ছাড়াল সাড়ে ২৭ বিলিয়ন ডলার 
ফেনীতে দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ, মা-ছেলে গ্রেফতার
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে ইলিশ ধরতে নামছেন জেলেরা চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা