পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা

চাঞ্চল্যকর ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, দক্ষতা, প্রশংসনীয় ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতি স্বরূপ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা’ পেয়েছেন পুলিশ সুপার (এসপি) কুদরত-ই-খুদা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ পদক পরিয়ে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মোট চারটি ক্যাটাগরিতে পুলিশ পদক দেওয়া হয়। এগুলো হলো—বিপিএম-সাহসিকতা, বিপিএম-সেবা, পিপিএম-সাহসিকতা ও পিপিএম-সেবা।
মো. কুদরত-ই-খুদা বর্তমানে পুলিশ সুপার হিসেবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলায় কর্মরত। তিনি পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
মো. কুদরত-ই-খুদা জনবান্ধব পুলিশিং, চাঞ্চল্যকর ক্লুলেস মামলার রহস্য উদঘাটন (১৩-১৪টা মামলা) ও বিরোধ নিষ্পত্তিসহ জনকল্যাণে কাজ করায় সবার প্রশংসা পান।
২০০৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকেই সহকারী পুলিশ সুপার হিসেবে লালমনিরহাট জেলা, সহকারী পরিচালক হিসাবে র্যাব-৩ ঢাকা, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হিসেবে গুলশান বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এডিসি পরিবহন বিভাগ ঢাকা, লালবাগ বিভাগে এডিসি প্রশাসন হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছেন।
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/মোআ)

মন্তব্য করুন