মাদক সেবন করে নির্যাতন: পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীর মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৫, ২১:২১
অ- অ+

মাদক সেবন করে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মামলা করেছেন তার বাসার এক গৃহকর্মী।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলা করেন পিংকি আক্তার নামের ওই নারী, যিনি পরীমনির হাতে মারধরের শিকার হওয়ার অভিযোগ নিয়ে গত ৪ এপ্রিল থানায় গিয়েছিলেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ৮ মে'র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী পুলক চন্দ্র এসব তথ্য নিশ্চিত করেন। ।

এ ব্যাপারে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, তার মক্কেল পরীমনির বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না, তা তিনি জানেন না। বিষয়টি খোঁজ নেবেন।

এর আগে একই অভিযোগে ৩ এপ্রিল পরীমনির বিরুদ্ধে ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন গৃহকর্মী পিংকি আক্তার।

উল্লেখ্য, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলাটি ঢাকার আদালতে বিচারাধীন। পরিমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা আরও একটি মামলার বিচার চলছে। অন্যদিকে পরীমনির করা একটি ধর্ষণচেষ্টার মামলা বিচারাধীন।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা