অনিক বিশ্বাসের ‘শিরোনাম’, এলো এনাউন্সমেন্ট পোস্টার

মুক্তির অপেক্ষায় রয়েছে তরুণ নির্মাতা অনিক বিশ্বাসের প্রথম সিনেমা 'খোদা হাফেজ’। এরমধ্যে নতুন সিনেমার খবর দিলেন তিনি। সিনেমার নাম, ‘শিরোনাম’। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এনাউন্সমেন্ট পোস্টার প্রকাশ্যের মাধ্যমে নতুন খবর দিলেন তিনি।
প্রকাশিত এনাউন্সমেন্ট পোস্টারে সিনেমার নায়ক-নায়িকাদের নাম প্রকাশ করেননি তিনি। পোস্টারে ট্যাগ লাইন বুঝানো হয়েছে, কি চাই, চেয়ার, পাওয়ার, টাকা নাকি নাম? ইব্রাহীম চায় শিরোনাম! ব্যতিক্রম ঘরানার পোস্টারটি প্রকাশ্যে আসতেই সবমহলে প্রশংসা কুড়াচ্ছে।
জানা গেছে, ‘শিরোনাম’ সিনেমার শিল্পী নির্বাচন থেকে শুরু করে লোকেশন, গান সবকিছু চূড়ান্ত করে ইতিমধ্যে শুটিং ফ্লোরে গড়িয়েছে বলে জানান এই স্টাইলিশ নির্মাতা। এরই মধ্যে চলতি মাসেই শুটিং শুরু হয়েছে। সিনেমাটি প্রযোজনা করছে দ্যা কর্মাশিয়াল মুভিজ এবং বিশ্বাস টকিজ
এ প্রসঙ্গে অনিক বিশ্বাস বলেন, অনেক বড় স্কেলে সিনেমাটির শুটিং করা হয়েছে। সিনেমাটির জন্য শেষ কয়েক মাস যাবত গোটা টিম অক্লান্ত পরিশ্রম করছে। গল্প অনুযায়ী কাস্টিং, লোকেশান, সেট অন্যান্য সবকিছু বেশ যত্ন সহকারে দেখা হচ্ছে। গল্পে ছাড় দিতে চাই না। ‘শিরোনাম’ হবে আমাদের গল্প। এই সিনেমায় একঝাঁক তারকা অভিনয় করছে। খুব শীঘ্রই "শিরোনাম" এর অফিসিয়াল ফার্স্টলুক প্রকাশ করা হবে।
(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএম)

মন্তব্য করুন