অবশেষে ইকবালের কথাই সত্য হলো, ‘বরবাদ’ নিয়ে হতাশার কথা শোনালেন প্রযোজক

ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত সিনেমা ‘বরবাদ’। শাকিব খান অভিনীত বড় বাজেটের সিনেমাটি ঈদের দিন থেকে দেশের ১২০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটির সেন্সর সনদ পাওয়া নিয়ে কিছুদিন আগে চরম আপত্তি তুলেছিলেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। এছাড়া সিনেমাটি ব্যবসায়ীকভাবে সফল হবে না বলেও মন্তব্য করেছিলেন তিনি।
সেসময় সংবাদমাধ্যমে ইকবাল বলেছিলেন, আমাদের দেশে এখন হলসংখ্যা খুবই কম। আমার মনে হয় বাজেট অনুযায়ী ছবিটা ব্যবসায়ীকভাবে সফল হবে না। একটি ছবি মুক্তি দিলে সেটি ঘিরে কী কী হয় সবই আমার জানা। অনেক হলে হাউজ ফুল থাকলেও হল মালিকরা বলে দর্শক ছিল না। এতে করে অনেক সময় প্রযোজক ক্ষতির মুখে পড়ে। আমি চাইনা নতুন কোন প্রযোজক ক্ষতির সম্মুখীন হয়ে চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিক।
এদিকে, সম্প্রতি ‘বরবাদ’ ছবির প্রযোজক সুমির গুরুতর অভিযোগ বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনের মালিকদের বিরুদ্ধে। বিভিন্ন হল মালিকরা তাকে সঠিক হিসেব দিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, আমার লোকজন কিছু হলে ভিজিট করতে গিয়েছিল কিন্তু তাদের সেখান থেকে বের করে দেয়া হয়। গাজীপুরের উলকা সিনেমা হলে আমার লোক কাউন্ট করেছে যেখানে ছিল সাড়ে ছয়শোর উপরে দর্শক যেখানে তারা বলছে ৫৭৮ জন দর্শক ছিল। আর এরপর আমার কাছে রিপোর্ট আসলো ৪৫০ জন দর্শকের। তাহলে বাকি ২০০-২৫০ দর্শক কোথায় গেল? এমন আরও হলেও একই ঘটনা ঘটছে। আসলে আমি নতুন প্রযোজক বলেই কি তারা আমার সঙ্গে এমনটি করছে?
বরবাদ ছবির প্রযোজকের এমন হতাশার কথা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তখন ফের বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রযোজক ইকবাল। তিনি বলেন, আমি বরবাদ ছবির প্রযোজকের ভিডিওটি দেখেছি। আমি সব দিক ভেবেই এই কথাগুলোই আমি কিছুদিন আগে বলেছিলাম। কিন্তু অনেকেই আমাকে ভুল বুঝেছে। হ্যাঁ ছবিতে কিছুই বিষয় ছিল একটু কম দেখালেও হতো, সেসব বাদ দিলে ভালো সিনেমা হয়েছে বরবাদ। আমি আবারও বলছি কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি নিজেও একজন প্রযোজক, আমি চাইনা নতুন কোন প্রযোজক এসে আবার হারিয়ে যাক। আর সেই ভাবনা থেকেই আমার কথাগুলো বলা।
‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। এই ছবিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এ ছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।
(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএম/এসএ)

মন্তব্য করুন