উইকেটের খোঁজে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৪, ০০:২৮| আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০১:৫০
অ- অ+

ব্যাটিং ব্যর্থতা কোনোভাবেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। ক্যারিবীয়ানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যেখানে দুর্দান্ত ব্যাটিং করে প্রায় ৩০০ রানের লক্ষ্য দাাঁড় করিয়েছিল বাংলাদেশ সেখানে আজ দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ২২৭ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত খেলছে ওয়েস্ট ইন্ডিজ। টাইগার বোলাররা এখনও ভাঙতে পারেনি স্বাগতিকদের ওপেনিং জুটি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আজ ওপেনিংয়ে নামেন ব্রান্ডন কিং ও এভিন লুইস। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকনে তারা। প্রথম পাওয়ার প্লেতে তারা তুলে নেন ৫৪। বাংলাদেশি বোলাররা চেষ্টা করেও ভাঙতে পারছেন না এই জুটি।

এই প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৫ ওভার শেষে ৭৯ রান। ব্রান্ডন কিং ৪৪ রানে ও এভিন লুইস ৩০ রানে অপরাজিত আছেন।

এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীযান বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন টাইগার ব্যাটররা। তাসের ঘরের মতো ভাঙতে থাকে বাংলাদেশর ব্যাটিং লাইন-আপ। যার ফলে ১১৫ রানেই সাজঘরে ফিরে যান ৭ টাইগার ব্যাটার। এরপরেই জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব। অষ্টম উইকেটে এই জুটির ৯২ রানে ভর করে ২২৭ রানে থামল বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১০ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা