‘সি ইউ নট ফর মাইন্ড’ খ্যাত সেই ভাইরাল শ্যামল হত্যা মামলায় গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৪, ১১:১৬| আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১১:২১
অ- অ+

ভুল ইংরেজি বাক্য বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হওয়া সেই আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্রকে (৩৮) একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্যামল চন্দ্র সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

শ্যামল ‘সি ইউ নট ফর মাইন্ড’, ‘হ্যাভ এ রিলাক্স’ এমন কয়েকটি ভুল ইংরেজি বাক্য বলে নেট দুনিয়ায় ভাইরাল হন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে শ্যামল চন্দ্রকে গ্রেপ্তার করেন। শ্যামল চন্দ্র জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজহার নামীয় ৩৪ নম্বর আসামি।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, 'জামায়াত কর্মী হত্যা মামলার এজহার নামীয় আসামি শ্যামল চন্দ্রকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।'

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২২ অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে এ মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এমআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাজা গ্রেপ্তার
উত্তরা রাজউক জোনাল অফিস ঘেরাও করে মানববন্ধন
জুলাই-আগস্টের নৃশংসতা সম্পর্কে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ ফেব্রুয়ারিতে
রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা