বিয়ের একযুগ পূর্তিতে সাকিবকে নিয়ে আবেগঘন বার্তা শিশিরের
বাংলাদেশের ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট দলকে তিনি নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। ম্যাজিক তারিখ ১২.১২.১২, অর্থাৎ, ২০১২ সালে বছরের ১২তম মাস ডিসেম্বরের ১২ তারিখে যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। আজ এই জুটির একযুগ পূর্ণ হল। বিবাহবার্ষিকীর একযুগ পূর্ণ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের সঙ্গে কিছু ছবি দিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন শিশির।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জনপ্রিয় এক জুটি সাকিব এবং শিশির। সমালোচনার মুখে পড়লে সবসময় সাকিবের পাশে পাওয়া গেছে শিশিরকে। বিবাহবার্ষিকীর জন্য প্রতি বছরই সাকিবকে নিয়ে বার্তা দিয়ে থাকে থাকেন শিশির। তবে এ বছরের বিবাহবার্ষিকীটা দুইজনের জন্যই একটু স্পেশাল। কারণ এই বছর এই জুটির একযুগ পূর্ণ হল।
বিবাহবার্ষিকীর একযুগ পূর্ণ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশির লিখেছেন, ‘আমি যখন এটা লিখছি তখন রাত ১২টা বেজে ১২ মিনিট! ১২ বছর আগে, ১২-১২-১২ তে আমরা আমাদের গল্প শুরু করেছিলাম। প্রথমবার দেখা হওয়া থেকে বিয়ের বন্ধন এবং সেখান থেকে সবচেয়ে সুন্দর পরিবার পাওয়া, আলহামদুলিল্লাহ। হাতে হাত রেখে আমরা এই পথ পাড়ি দিয়েছি, কাঁধে কাঁধ রেখে, হৃদয়ে হৃদয় রেখে। আজীবনের প্রতিশ্রুতি, আমরা প্রতিজ্ঞা করেছি কেউ কাউকে ছেড়ে যাব না কখনও।’
শিশির তিনটি ছবি কোলাজ করে তা পোস্ট করেছেন। যেখানে একটি ছবি দুইজনের শুরুর যাত্রার, একটি বিয়ের ছবি আর আরেকটি বর্তমান সময়ে পুরো পরিবারসহ একটি ছবি।
সাকিবের সঙ্গে শিশিরের পরিচয় ফেসবুকে। পরে সাকিব ইংল্যান্ডে কাউন্টি খেলতে গেলে দেখা করেন শিশিরের সঙ্গে। ভালো লাগা ছাপিয়ে এরপর প্রেমে পড়ে যান দুজন। তারপরই বিশেষ দিনটি বেছে নিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের কাজ সারেন দুজন।
বর্তমানে সাকিব-শিশির দম্পতির তিন সন্তান। ২০১৫ সালে জন্ম হয় প্রথম কন্যা আলাইনার। এরপর ২০২০ সালের এপ্রিলে ঘর আলো করে আসেন ইরাম। তার পরের বছর মার্চে পুত্র সন্তানের জনক-জননী হন সাকিব ও শিশির। তার নাম রাখা হয় ইজাহ আল হাসান।
সাকিবের স্ত্রী এবং সন্তানরা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। কিন্তু সাকিব এখন আছেন শ্রীলঙ্কায়। সেখানে তিনি খেলছেন লঙ্কা টি-টেন টুর্নামেন্ট। সেখানে গল মারভেলসের হয়ে খেলছেন সাকিব। এরই মধ্যে একটি ম্যাচ খেলে দারুণ পারফর্মেন্সও করেছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।
(ঢাকাটাইমস/১২ ডিসেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন