ঘোষণার নয়, আমি রিলিজ হিরো: বাপ্পী চৌধুরী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৪, ২১:১৮
অ- অ+

নায়ক বাপ্পীর ‘রাজ দ্য নিউ সুলতান’, ‘ঢাকা-২০২৪’, অচেনা পৃথিবীসহ বেশকিছু সিনেমা ঘোষণা হয়েছে, নায়িকা চূড়ান্ত হয়েছে, মহরত হয়েছে কিন্তু শুটিং ফ্লোরে যায়নি। শুধু তাই নয়, শুটিং শেষ বা অর্ধেক শুটিং হয়ে আটকে আছে এমন সিনেমার সংখ্যাও কম নয়। অথচ নায়ক বলছেন, তিনি ঘোষণার নয়, রিলিজ হিরো।

আগামী শুক্রবার এই নায়কের ‘ডেঞ্জার জোন’ নামের একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার মুক্তিকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় মগবাজারের একটি রেস্টুরেন্টে সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল সিনেমা সংশ্লিষ্টরা এতে সিনেমার পরিচালক বেলাল সানিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নায়ক বাপ্পী নিজেকে নিয়ে গর্ব করে বলেন, আমি ঘোষণার হিরো না, আমার সিনেমা মুক্তি পায়, আমি রিলিজ হিরো। যদি ঘোষণার নায়ক হতাম তাহলে ১২ মাসে ৩০ টা সিনেমায় অভিনয় করতে পারতাম।

দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাচ্ছে এই বিষয়ে এই বাপ্পী বলেন, যাদের সিনেমা মানুষ দেখে তারা ওই কাজটা ছাড়তে পারব না। আমিও তাই। ভালো একটা কাজ দিয়ে নতুন বছরে পদার্পণ করতে চাই।

‘ডেঞ্জার জোন’ সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি থ্রিলার হরর সিনেমা। যখন সিনেমার শুটিং শুরু হয় ওই সময় বাংলাদেশে হরর নাম নিশানা হয়নি। পরবর্তীতে বাংলাদেশে অনেকে হরর সিনেমা বানিয়েছে, এরমধ্যে অনেক ছবি কমেডি হয়ে গেছে। তবে আমাদেরটা কমেডি হবে না। এটা দেখে দর্শক ভালো বলেই বের হবে।

২০১৭ সালের ২৮ মার্চ সিনেমার শুটিং শুরু করেন এর পরিচালক বেলাল সানি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্রে জানা যায়, সিনেমাটি সেন্সরবোর্ডের অনুমতির আগে প্রযোজক নায়কের মধ্যে দেনা পাওনায় নায়ক বাপ্পী নিজেই চলচ্চিত্রটির বাকী প্রযোজনার দায়িত্ব নেন। এছাড়াও টাকার সংকটে বাকী কাজ শেষ করতে পরিচালক হতাশ হয়ে ঈগল মিউজিকে সকল স্বত্ত্ব কম টাকায় বিক্রি করে দেন। পরে প্রেক্ষাগৃহে মুক্তিতে বাধে বিপত্তি। অবশেষে সকল জটিলতা শেষে ১৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

এতে বাপ্পী-জলি ছাড়াও অভিনয় করছেন ডিজে সোহেল, অঞ্জলি সাথি, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর /এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা