সিরাজদিখানে দুই দিন বিদ্যুৎ থাকবে না
রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিরাজদিখান-২ উপকেন্দ্রের আওতায় উপজেলার ১৪টি ইউনিয়নে বুধবার ও বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিরাজদিখান পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম উত্তম কুমার সাহা।
এতে জানানো হয়, প্রথমদিন সকাল ৭ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রশুনিয়া, বালুচর, লতব্দী, ইছাপুরা, কোলা, মধ্যপাড়া, মালখানগর, জৈনসার ও বয়রাগাদি ইউনিয়নের সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।তার পরদিন বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাসাইল, রাজানগর, চিত্রকোট, শেখেরনগর ও কেয়াইন ইউনিয়নের সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/প্রতিনিধি/ ইএস)
মন্তব্য করুন