নোয়াখালীতে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
নোয়াখালীতে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। তার নাম আবুল হাশেম। তিনি সদর উপজেলার আণ্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বলে জানা গেছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাংলাবাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় বাড়ির পাশে তিন রাস্তার মোড়ে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বত্তরা। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি দোকানে বসে সাতজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন খুন হওয়া আওয়ামী লীগ নেতা হাশেম। তারা বের হয়ে যাওয়ার পরই বাড়ির পথে রওয়ানা দেন তিনি। ওই সাতজনের কোনো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন মামলাসংক্রান্ত বিরোধ নাকি অন্য কোনো শত্রুতার কারণে আবুল হাশেমকে খুন করা হয়েছে সেটি তদন্ত করে দেখছেন তারা।
(ঢাকাটাইমস/০৫মার্চ/জেবি)
মন্তব্য করুন