নরসিংদীতে শীতলক্ষ্যার পাড়ে কিশোরীর লাশ

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০১৭, ১৪:৪৯
অ- অ+

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর পাড় থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে ঘোড়াশালের শহীদ ময়েজ উদ্দিন সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘোড়াশাল এলাকার শহীদ ময়েজ উদ্দিন সেতুর নীচে শীতলক্ষ্যা নদীর তীরে পানিতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের নামপরিচয় জানা যায়নি।

ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে তার মরদেহ নদীতে ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/৫এপ্রিল/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে অবসরের হিড়িক, আমির-ইমাদের পর আরও এক পেসারের বিদায়
জাবিতে আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
বিজয় দিবসে গাবতলী-সাভার রুটে নিয়ন্ত্রিত থাকবে যানবাহন, চলতে হবে যে পথে
শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা