সিটিং সার্ভিসের বিরুদ্ধে অভিযানের মধ্যেই বাস মালিকের মাস্তানি

ইফতেখার রায়হান, বিমানবন্দর থেকে
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৭, ১৩:৪৪

সিটিং সার্ভিসের নামে পকেট কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলার সময়ই যাত্রীর গায়ে হাত তোলা হয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করায়। পরিবহন মালিক সমিতির লোকজন তাকে পিটিয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই। কিন্তু এ জন্য কাউকে সাজা পেতে হয়নি।

রবিবার সকালে রাজধানীর বিমানবন্দর মোড়ে এই ঘটনা ঘটে। পরিবহণ মালিক সমিতির লোকজন যাত্রীকে গলাধাক্কা ও মারধর করলেও বিমানবন্দরে দায়িত্বে থাকা বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নীরব দর্শকের ভূমিকায় দেখা যায়।

মালিক সমিতির লোকজনের হামলার মুখে ওই যাত্রী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগও করেছিলেন। তখন তিনি তাকে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দিতে বলেন।

অতিরিক্ত ভাড়া আদায়ে সিটিং, ডাইরেক্ট বা স্পেশাল নামে পরিবহন মালিকরা যেসব কৌশল নিয়েছিলেন সেগুলো ১৫ এপ্রিল থেকে বন্ধ করে দেয়ার ঘোষণা নিজেরাই দিয়েছিলেন তারা। কিন্তু সেই ঘোষণার বাস্তবায়ন হয়নি। আর ওই দিন সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএর সঙ্গে বৈঠকে রবিবার থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর ঘোষণা হয়। নগরীর পাঁচটি এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে।

উত্তরায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করার মারধরের শিকার ভুক্তভোগী যাত্রী পেশায় একজন চিকিৎসক। বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্পোর্টস সায়েন্স এর অধ্যাপকও তিনি। তার নাম মোহাম্মাদ জোবায়। ঢাকাটাইমসকে তিনি বলেন, ‘আমি একজন প্রফেসর। বাংলাদেশ ক্রিকেট দলের ডাঃ দেবাশিষ আমার ছাত্র। আমি বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করার কারণে ম্যাজিস্ট্রেট ভিআইপি ২৭ পরবিহনের একটি বাসকে চার হাজার টাকা জরিমানা করে। পরে মালিক সমিতির লোকজন এসে আমাকে ম্যাজিস্ট্রেটের সামনে থেকে ধরে নিয়ে গিয়ে কিলঘুষি ও গলাধাক্কা দেয়। সেখানে বিমানবন্দর থানার সহকারী উপ-পরিদর্শক সাইফুর উপস্থিত ছিলেন। তিনি আমাকে উদ্ধার করেন।’

ক্ষোভ প্রকাশ করে ওই যাত্রী বলেন, ‘যাত্রীরা বাড়তি ভাড়ার অভিযোগ দিলে যদি তাদের নিরাপত্তা না থাকে তাহলে কেউ ভয়ে অভিযোগ দেবে না। না জানি এভাবে প্রতিদিন কতো যাত্রী বাসের হেল্পারের হাতে লাঞ্ছিত হচ্ছে।’

সেখানে উপস্থিত বিমানবন্দর থানার সহকারী উপ পরিদর্শক সাইফুর বলেন, ‘যাত্রী ও মালিক সমিতির মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি মধ্যস্ততার মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেই। তবে আমার সামনে মারধরের ঘটনা ঘটেনি। সামান্য হাতাহাতি হয়েছে।’

যাত্রীকে মারধরের সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহণ সমিতির কোষাধ্যক্ষ ও বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর বুলবুল। অভিযোগ করার কারণে যাত্রীকে মারধরের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘শৃঙ্খলা ফিরিয়ে আনতে গেলে মাঝেমাঝে কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এখানেও তেমনটি ঘটেছে।

তবে এই ব্যাপারটি নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে আবুল মুনসুর বুলবুল বলেন, ‘ভাই দুই একটা ভুল হইয়া যায়। এগুলা নিয়া আপনারা নিউজ করলে আমাদের এই উদ্যোগটা সফলতা পাবে না। তাই প্লিজ এই ঘটনাটা নিয়ে নিউজ কইরেন না।’

মালিক সমিতির এই নেতা বলেন, ‘আমরা মালিক সমিতি কর্তৃক গঠিত ভিজিল্যান্স টিম বাড়তি ভাড়া রোধে ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছি। যেসব গাড়িতে বাড়তি ভাড়া সিটিং সার্ভিস ও গেট লকের নামকরে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে তাদেরকে জরিমানা করা হচ্ছে। এছাড়া যেসব গাড়িতে ছাদের কেরিয়ার ও সাইড এঙ্গেল রয়েছে সেগুলো ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অপসারণ করা হচ্ছে। আমাদের এই টিম সপ্তাহে তিনদিন করে আগামী দুই মাস বাড়তি ভাড়া রোধে কাজ করবে।’

বিমানবন্দর চেক পোষ্টে অভিযান পরিচালনাকারী বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম ঢাকাটাইমসকে বলেন, ‘সকাল থেকে আমরা বাড়তি ভাড়া আদায় সহ বিভিন্ন অনিয়োমের অভিযোগে বিমানবন্দর এলাকায় ১৭ টি মামলা করেছি এবং ৪৯,৫০০ টাকা জরিমানা করেছি।’

বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করার কারণে যাত্রীকে মারধরের বিষয়ে জানতে চাইলে ম্যাজিস্ট্রের বলেন, ‘আমি শুধুমাত্র বাড়তি ভাড়া, ফিটনেসহীন যানবাহন ও রোড পারমিট নাই এসব বিষয় নিয়ে কাজ করছি। এর বাইরে কোন ঘটনা ঘটলে সেটি আমার এখতিয়ারে নাই। তবে কোন যাত্রী মারধরের বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকাটাইমস ১৬এপ্রিল প্রতিনিধি ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্মরণশক্তিকে মেধা বলার মানসিকতা পরিহার করতে হবে: শিক্ষামন্ত্রী

‘জলবায়ু ঝুঁকি থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার’

মোটরযান গতিসীমা নির্দেশিকা প্রণয়ন: সেতুমন্ত্রীকে রোড সেইফটি কোয়ালিশনের অভিনন্দন

বিশেষ চাহিদা সম্পন্নদের জলবায়ু ঝুঁকি হতে সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পরিবেশমন্ত্রী

গাজায় ত্রাণ কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

শ্রম আইন সংশোধনে তিন দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে: আইনমন্ত্রী

অভিবাসন কার্যক্রম বাস্তবায়নে মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি হচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি

৭ জুন শুরু হচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন’, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

এই বিভাগের সব খবর

শিরোনাম :