ঢাকা টাইমস সম্পাদকের জন্মদিন, স্বপ্নের পথে অবিচল থাকার প্রত্যয়

৫০ বছরের পথচলা শেষ করে ৫১-তে পা দিয়েছেন দৈনিক ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন। মঙ্গলবার (১৪ মে) সহকর্মীদের সঙ্গে ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন করেছেন তিনি। এসময় সহকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
সংক্ষিপ্ত আলোচনায় ঢাকা টাইমস সম্পাদক তুলে ধরেন জীবনের নানা ঘাত-প্রতিঘাতের গল্প। শতবাধা উপেক্ষা করে আগামীতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করার যে স্বপ্ন, তাতে অবিচল থাকার প্রত্যাশার কথা জানিয়েছেন এই সাংবাদিক, সমাজসেবক ও রাজনীতিবিদ।
ফরিদপুরের আলফাডাঙ্গার কৃতীসন্তান আরিফুর রহমান দোলন আপাদমস্তক একজন সংবাদকর্মী। নিজ এলাকার মানুষের অধিকার ও সম্মান রক্ষায় সমাজকর্মী হিসেবেও দুই যুগের বেশি সময় ধরে কাজ করছেন। ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি।
আরিফুর রহমান দোলন সাংবাদিকতা ও রাজনীতির পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই লিখেছেন ও সম্পাদনা করেছেন। এগুলোর মধ্যে— ‘অদম্য শেখ হাসিনা’, ‘একাত্তরের গোপন দলিল’, ‘জঙ্গিদের শেকড় সন্ধানে’, ‘মায়াবী স্পর্শ’ ও ‘রাজপাট’ অন্যতম।
করোনাকালীন পরিস্থিতিতে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর হাজার হাজার মানুষ যখন অসহায় হয়ে পড়েছিল তখন তাদেরকে খাদ্য সহায়তা দিয়ে পাশে ছিলেন আরিফুর রহমান দোলন। ফরিদপুর-১ আসনের হাজারো মানুষকে তিনি বিনামূল্যে চোখের চিকিৎসা করিয়েছেন। শত শত বেকার শিক্ষার্থীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন।
বহুমুখী কর্মকাণ্ডে বারবার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এই সমাজসেবী। নানা ষড়যন্ত্রের শিকার হলেও সেসব মোকাবিলা করে চলছেন তিনি।
একজন পেশাজীবীর পুনর্বার রাজনৈতিক কর্মী হয়ে ওঠা ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনি রাজনীতিতে নামা যে কতোটা কঠিন ও বন্ধুর পথ সেটি সহকর্মীদের কাছে তুলে ধরেন ঢাকা টাইমস সম্পাদক।
জন্মদিন উপলক্ষে ঘরোয়া আলাপে আরিফুর রহমান দোলন বলেন, অকারণ শত্রুতা আমার সঙ্গে যেমন হয়েছে আর হচ্ছে তেমনি গোয়েবলস এর জমানার চেয়েও ভয়ংকর বানোয়াট মিথ্যা প্রচারণার শিকারও আমাকে হতে হয়েছে। পরিকল্পিত, সাজানো, শতভাগ মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে সুবিধা দেওয়ার চেষ্টা, অপচেষ্টা যে বা যারা করেছে তারা একাধারে নিজেরাও রাজনৈতিক উচ্চাভিলাষী! পাশাপাশি নিজ এলাকায় আমার জনপ্রিয়তায় ভীত। তৃণমূলের জনসাধারণের সঙ্গে আমার অনায়াসে মিশে যাওয়া, মানুষের জন্যে আমার নিরন্তর কাজ করার চেষ্টাকে হাতেগোনা চিহ্নিত স্বার্থান্বেষী গোষ্ঠী মানতে পারে না। ষড়যন্ত্রের পথ বেছে নিয়ে আমায় দমন করতে চায়।
ফরিদপুরের এই সমাজসেবী বলেন, সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছি; বিপুল সংখ্যক মানুষের রায় পেয়েছি। কার্যত বহুবিধ নীলনকশা, ষড়যন্ত্র করে বিশেষ গোষ্ঠীর অপচেষ্টায় আমার জয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে মানুষের মন থেকে আমায় মুছে ফেলা যায়নি, যাবেও না। কারণ মানুষ জানে তাদের জন্য আমি যেমন নিবেদিত তেমনি ষড়যন্ত্রকারীরা কতটা পরিকল্পিত মিথ্যাচারী।
শত বাধার পরও অধিকার বঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আরিফুর রহমান দোলন বলেন, মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যা বারবার কারাবাস করেছেন। পিছিয়ে যাননি তাঁরা। অদম্য সাহস নিয়ে এগিয়েছেন। মানুষের অধিকার আদায় করে ছেড়েছেন। আমিও তাঁদের একজন অনুসারী।
(ঢাকাটাইমস/১৪মে/কেএম/ইএস)

মন্তব্য করুন