বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

নিবেদিতা বিনতে ওয়াদুদ, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৪, ১৯:৩০
অ- অ+

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর কিছুদিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপে বসবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

অংশগ্রহণকারী বেশিরভাগ দেশ নিজেদের বিশ্বকাপ স্কোয়াড জানালেও নিশ্চুপ ছিল বাংলাদেশ। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। যেখানে ইনজুরি শঙ্কা থাকলেও যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠছেন তাসকিন আহমেদ। অফফর্ম সঙ্গী করে বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন লিটন দাসও। তবে এই দলে জায়গা হয়নি সাইফউদ্দিন এবং মেহেদেী হাসান মিরাজের। যা নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা।

কেমন হলো বাংলাদেশের বিশ্বকাপ দল? এ নিয়ে ঢাকা টাইমসের সঙ্গে কথা বলেছেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। সাকিবদের এই কোচের মতে দল ঠিক থাকলেও তিনি সাইফউদ্দিন দলে না থাকায় কিছুটা অবাক হয়েছেন।

বিশ্বকাপ দল নিয়ে তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘ঠিক আছে, চিফ সিলেক্টররা মোটামুটি দল দিলেন এবং সবকিছু ব্যখ্যা দিলেন কেন কোথায় কী করলেন। আমার ব্যক্তিগতভাবে আশা ছিল যে সাইফউদ্দিন দলের সঙ্গে থাকবে। যদিও রিসেন্টলি জিম্বাবুয়ের বিরুদ্ধে তার পারফরমেন্সের মধ্যে ওঠা-নামা ছিল। কিন্তু আমার ধারণা ছিল ও (সাইফউদ্দিন) দলের মধ্যে থাকবে কারণ ওর অভিজ্ঞতা বা ওর সাহস হয়তো বিশ্বকাপে কাজে লাগতে পারতো। অথবা তার ব্যাটিং করার যে সক্ষমতা সেগুলো কাজে লাগতে পারতো। কিন্তু সেগুলো বিবেচনা করা হয়নি। এমনকি ১৭ জনের মধ্যে জায়গা না হওয়াটা কিছুটা অবাক হওয়ার মতোই। এছাড়া একেবারে বাইরে থেকে হাসান মাহমুদের আসাটা কিছুটা অবাক হয়েছি।’

মিরাজকে দলে না রাখা নিয়েও অনেক আলোচনা হচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, ‘মিরাজ এবং তানভির এই দুইজনের মধ্যে একজন জায়গা পেতে পারতো। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু বাঁ-হাতি স্পিনার সাকিব আছেই, সে হলো অটোমেটিক চয়েজ। তাই দুইজন বাঁ-হাতি স্পিনার নিয়ে আমরা খেলব না, কেননা একজন লেগ স্পিনারও আছে আমাদের। সেক্ষেত্রে তানভিরের বদলে মেহেদী মিরাজ দলে আসতে পারতো। মিরাজের ব্যাটিং শক্তি, ওর ফিল্ডিং, ওর পজিটিভিটি এসব কিছুই দলের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারতো। কিন্তু তানভির যে খুব পিছিয়ে আছে তা নয়। এখন দেখতে হবে সিলেক্টর যদিও যুক্ত দিলো যে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে অনেক ডানহাতি ব্যাটার আছে সেই অপশন থেকে বেটার মনে করেছে তানভিরকে। এখন দেখা যাক বিশ্বকাপ শুরু হলে তখন বোঝা যাবে যে তাদের এই সিলেকশন বা যেই কারণে তারা এই বিশেষ বিশেষ সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো কতোটা কাজে আসে।’

দলে চারটা স্পিনার রাখা হয়েছে। যা নিয়েও চলছে অনেক আলোচনা-সমালোচনা। এই বিষয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্টের উইকেটে স্পিন বেশি কাজে আসতে পারে সেই বিবেচনায় বোধহয় এটা করা। যদিও আমার মনে হয় এখন আমাদের পেসাররা স্পিন বোলারদের চেয়ে ভালো করছে। আমার মনে হয় না উইকেট এমন থাকবে না যে, ম্যাচে স্পিনারদের আধিক্য থাকবে। সেক্ষেত্রে আমাদের শক্তির জায়গা হবে পেস।’

দীর্ঘদিন ফর্মে না থাকার পরও দলে রাখা হয়েছে লিটন দাসকে। এই বিষয়ে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘সিলেক্টরও জানিয়েছেন খুব অপশন নেই আর। তারা আশা করছে যে লিটন তার ফর্ম ফিরে পাবে, ফিরে পেলে দেশের জন্য এবং দলের জন্য সবচেয়ে ভালো হবে। যেহেতেু শুধু ওপনার নয় লিটন একজন উইকেটরক্ষকও তাই দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে একজনকে ওখানে থাকতেই হবে। অন্য যারা রয়েছে তাদের তুলনায় লিটনকে বেটার মনে হয়েছে। এই রিস্কটা সিলেক্টররা নিলো, এখন এটা যদি কাজ লাগে তাহলে ভালো, আর যদি একদম কাজে না লাগে তাহলে সেই ব্যর্থতার বোঝাও সিলেক্টরদের বইতে হবে।’

সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের ব্যাটিং ছিলো হযবরল। টপ অর্ডার কিংবা মিডল অর্ডার কেউই ধারাবাহিকভাকে ভালো করতে পারেনি। বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে কি না এ এমন প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ, ব্যাটিং এমন একটা জিনিস; একটা দল যদি ব্যাটিংয়ে ফ্লোতে না থাকে, আত্মবিশ্বাসের অভাব বোধটা সব সময় থাকে, আত্মবিশ্বাসের অভাব বোধ নিয়ে এতো বড় টুর্নামেন্ট এবং প্রথম থেকে আমাদের বড় বড় দলের সঙ্গে খেলতে হবে সেই চাপটা আমরা কতোটা নিতে পারব সেই শঙ্কা থাকবে। তাই ব্যাটিং নিয়ে কিছুটা চিন্তা আছে।’

এতো কিছুর পরেও বিশ্বকাপে এই দলটাকে নিয়ে তিনি কতোটা আশা করছেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলটা রিসেন্টলি খুব ভালো খেলেনি এবং আমি জানি না দলের ভেতরে মানসিকতা কী অবস্থা। দলের স্পিরিট কোন জায়গাটায় আছে। আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সিরিজটা। সেখানে যদি আমাদের দলটা গোছাতে পারি, সেখানে যদি আমরা আমাদের টপ অর্ডারকে ফর্মে ফেরাতে পারি, টপ অর্ডারে সৌম্য সরকার আছে লিটন দাস আছে। তারা ফর্মে ভালোভাবে ফিরতে পারে সেক্ষেত্রে হয়তো ভালো কিছু করতে পারবো। ভালো কিছু করা মানে আমরা যদি পরের রাউন্ডে যেতে পারি সেটা আমাদের জন্য খুব ভালো ফলাফল হবে। তবে সবকিছু নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের তিন ম্যাচের সিরিজটা কেমন হবে।’

(ঢাকাটাইমস/১৪মে/এনবিডব্লিউ/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: সাম্প্রতিক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা ও প্রাসঙ্গিক কিছু প্রশ্ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা