পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন‌্য নতুন প্রডাক্ট চালু করেছে জনতা ক্যাপিটাল

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ মে ২০২৪, ১৮:৩৮
অ- অ+

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন‌্য নতুন প্রডাক্ট চালু করেছে জনতা ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (জেসিআইএল)। সোমবার ‘প্রত‌্যাশা’ নামে চালু হওয়া প্রোডাক্টটি উদ্বোধন করেন জনতা ব‌্যাংকের এমডি এন্ড সিইও এবং জেসিআইএল চেয়ারম‌্যান মো. আব্দুল জব্বার।

জেসিআইএলের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় জনতা ব‌্যাংকের ডিএমডি এবং জেসিআইএল ডিরেক্টর মো. গোলাম মরতুজা, মো. ফয়েজ আলম, মো. নুরুল ইসলাম মজুমদার ও মো. নুরুল আলম, এফসিএমএ এফসিএ (সিএফও) এবং জেসিআইএল এর চিফ এক্সিকিউটিভ শহীদুল হক এফসিএমএ উপস্থিত ছিলেন।

জনতা ব‌্যাংক সূত্র জানায়, এ প্রোডাক্টের মাধ‌্যমে জেসিআইএল নিজেই গ্রাহকের হয়ে শেয়ার কেনাবচো করবে। কোম্পানি ও বাজার বিশ্লেষণের আলোকে উপযোগী শেয়ার নির্বাচন করবে জনতা ক্যাপিটাল, যাতে বিনিয়োগে ঝুঁকি কমে আসে, বাড়ে মুনাফার সম্ভাবনা। এছাড়া এই প্রোডাক্টের আওতায় গ্রাহক শেয়ার কেনার জন্য ঋণ–সুবিধা (মার্জিন লোন) নিতে পারবেন। এই ঋণের সুদের হারও হবে তুলনামূলক নমনীয়।

(ঢাকা টাইমস/১৪মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা