সেবা প্রত্যাশী টার্গেট গ্রুপের সঙ্গে বিএইচবিএফসি’র মতবিনিময় সভা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ মে ২০২৪, ১৯:৩২
অ- অ+

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর ঋণ সেবা প্রত্যাশী বিভিন্ন টার্গেট গ্রুপের সাথে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকায় প্রতিষ্ঠানটির সদর দপ্তরস্থ প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভায় অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার ঋণ প্রত্যাশী টার্গেট গ্রুপ প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক জেড এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মীনাক্ষী বর্মন এবং বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলম সরদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির সকল মহাব্যবস্থাপক, সদর দপ্তরে কর্মরত উপমহাব্যবস্থাপক, ঢাকা দক্ষিণ ও পূর্ব জোনের জোনাল ম্যানেজারসহ চারটি শাখার শাখা ব্যবস্থাপক সভায় উপস্থিত ছিলেন।

জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতায় সেবার মানোন্নয়নে সেবা প্রত্যাশীদের বিভিন্ন প্রত্যাশা ও পরামর্শ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

(ঢাকা টাইমস/১৪মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা