প্রধানমন্ত্রী নেত্রকোণার খালিয়াজুরী যাচ্ছেন ১৮ মে

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০১৭, ১৯:৪৮
অ- অ+
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ মে নেত্রকোণায় আসছেন বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। প্রধানমন্ত্রীর সফর বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে দ্রুততার সাথে।

প্রশান্ত রায় জানান, আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরবাসীকে দেখতে এবং দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী এই সফরে আসছেন।

জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং চারদিক হাওরে ঘিরে থাকা উপজেলা খালিয়াজুরীতে যাবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, রবিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসক মুশফিকুর রহমানের কাছ থেকে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত হয়েছি। এর পরপরই সফলভাবে সফর বাস্তবায়নের জন্যে কাজ শুরু হয়েছে।

তিনি জানান, সোমবার সকালে খালিয়াজুরী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সফর সফল বাস্তবায়নে সভা আহবান করা হচ্ছে। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা অংশ নেবেন।

জেলা প্রশাসক মুশফিকুর রহমান জানান, ১৮ মে প্রধানমন্ত্রী খালিয়াজুরী যাবেন। এখনও সফরসূচি নির্ধারিত হয়নি। তবে এ লক্ষ্যে কাজ চলছে।

(ঢাকাটাইমস/৭মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন হচ্ছে  না: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ
রাবার ড্যাম লিকেজ, দুশ্চিন্তায় দিশেহারা হাওর পাড়ের কৃষক
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৬ জেলে 
কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে ডগস্কোয়াড মোতায়েন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা