মহার্ঘভাতা পাবেন সব সরকারি কর্মকর্তা-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪২| আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৩:১১
অ- অ+

সরকার পেনশনভোগীসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে মহার্ঘভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান।

মোখলেস উর রহমান বলেন, “মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী। তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।”

তিনি জানান, বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা ও কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেওয়া হবে। এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি, যে কমিটি এ বিষয়ে সুপারিশ দেবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে গঠিত কমিটির দেওয়া সুপারিশের ভিত্তিতেই এটি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদন অনুসারে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নির্দেশনা এলে একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে।”

মূল্যস্ফীতি মধ্যেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল (বেতন কাঠামো) দেওয়ার পরিকল্পনা না থাকায় সরকার মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে ব্রিফিংয়ে উল্লেখ করেন সিনিয়র সচিব। বলেন, “এর অংশ হিসেবে একটি পর্যালোচনা কমিটিও গঠন করা হয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ কমিটি গঠন করে অফিস আদেশ জারি করে।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল
দক্ষতা উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এনইউএসডিএফ-এর চুক্তি
মহাখালী ফ্লাইওভারে ডিভাইডারের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামির দোষ স্বীকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা