জমি নিয়ে বিরোধ, ছেলের হাতে বাবা খুন
জমি নিয়ে বিরোধের জের ধরে লক্ষ্মীপুরে মো. শামছুদ্দিন ড্রাইভার নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে বেল্লাল হোসেনের বিরুদ্ধে। খবর পেয়ে রবিবার দুপুরে পুলিশ সদর উপজেলার দক্ষিণ মান্দরী এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে শামছুদ্দিন ও তার ছেলেদের সঙ্গে জমি নিয়ে বাড়িতে বৈঠক হয়। ওই সময় বড় ছেলে বেল্লাল কথা কাটাকাটির একপর্যায়ে শামছুদ্দিনকে বেদম মারধর করে। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসা করাতে রবিবার সকালে অন্য হাসপাতালে নেয়ার জন্য তাকে মেয়ে রওশানারা বেগমের বাড়িতে নিয়ে আসা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ছেলের পিটুনিতে নিহত হওয়া বাবা শামছুদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযযুক্ত বেল্লাল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
(ঢাকাটাইমস/৭মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন