মির্জাপুর উপজেলা পরিষদের বাজেট ঘোষণা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের দুই কোটি ১৮ লাখ ৬৯ হাজার ২৯৯ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজ ও সাংবাদিক প্রতিনিধিদের উপস্থিতিতে বাজেট উপস্থাপন করেন পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।
এসময় অন্যানের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, সাবেক উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহম্মেদ, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, মোজাহিদুল ইসলাম মনির উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৮মে/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন