টাঙ্গাইলে ১১২০ পিস ইয়াবাসহ ‘মাদক বিক্রেতা’ আটক
টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ১০ মে ২০১৭, ১৭:০০
টাঙ্গাইলে ১১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তার নাম নিখিল ভৌমিক (৫০)।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া।
আটক নিখিল ভৌমিক টাঙ্গাইল পৌর এলাকার বড় মসজিদ রোড এলাকার বাসিন্দা উল্লেখ করে ওসি বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় আরো ২টি মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি।
(ঢাকাটাইমস/১০মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন