ভৈরবে নকল সেলাই মেশিন জব্দ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০১৭, ২০:২৬
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে নকল বাটারফ্লাই সেলাই মেশিন মজুদ ও বিক্রি করে ক্রেতা সাধারণকে প্রতারণার দায়ে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি ৭৪টি নকল মেশিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভৈরব বাজারের সিনেমা রোডের ইয়াকুব সুপার মার্কেটে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদ।

এ সময় মার্কেটের একই মালিকের কামাল স্টোর ও মেহেদি স্টোরে অভিযান চালিয়ে ৭৪টি নকল বাটারফ্লাই সেলাই মেশিন জব্দ করা হয়। পরে নকল পণ্য বিক্রি ও মজুদের দায়ে প্রতিষ্ঠান দুটির মালিক খালেদ হাসান জনিকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে আদালত।

পরে চকবাজার এলাকায় খুচরা মূল্য তালিকা না টানানো ও ফুটপাত দখল করে দোকান বসানোর দায়ে ১৩ দোকানির কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদ জানান, ওই দুটি প্রতিষ্ঠান নকল সেলাই মেশিন বিক্রি করে সাধারণ ক্রেতাদের প্রতারিত করছে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় আর্থিক জরিমানাসহ নকল মেশিন জব্দ করা হয়।

(ঢাকাটাইমস/৮জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, আশাবাদ নজরুল ইসলাম খানের
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৮৭তম সভা অনুষ্ঠিত 
হেলমেট বাহিনী যুগের অবসান ঘটেছে: ডিএমপি কমিশনার
মিশা সওদাগরের বোনের বাসা থেকে ৬০ ভরি স্বর্ণ চুরি, বাড়ির মালিক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা