সিলেটে ঢলে ভেসে গেল ঘর, তিন জনের মৃত্যু

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ১০:৩৬| আপডেট : ১৮ জুন ২০১৭, ১০:৫১
অ- অ+

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাডড়ি ঢলে ঘর ভেসে গিয়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার পশ্চিম কালাইরাগ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন।

নিহতরা হলেন, কালাইরাগ গ্রামের সেলিম মিয়ার তিন বছরের মেয়ে তামান্না, এক বছর বয়সী সুলতানা এবং একই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ফারুক মিয়া।

সকালে পাহাডড়ি ঢল নামলেও সন্ধ্যায় তামান্না ও ফারুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুলতানার মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

ওসি আলতাফ হোসেন জানান, অতিবৃষ্টির কারণে শনিবার সকালে উজান থেকে নেমে আসা ঢলে সেলিম মিয়ার ঘর ভেসে যায়। এতে ঘরে ঘুমিয়ে থাকা তার ছোট দুই শিশুকন্যার মৃত্যু হয়।

এছাড়া পার্শ্ববর্তী ফারুক মিয়া উজানের ঢলে ভেসে গিয়ে মারা যান।

এছাড়া সকাল ৮টার দিকে বর্ণি এলাকায় বজ্রপাতে কামরুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/১৮জুন/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে অবসরের হিড়িক, আমির-ইমাদের পর আরও এক পেসারের বিদায়
জাবিতে আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
বিজয় দিবসে গাবতলী-সাভার রুটে নিয়ন্ত্রিত থাকবে যানবাহন, চলতে হবে যে পথে
শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা