‘ফরহাদ মজহারের জবানবন্দি ও বাস্তব তথ্যে অমিল রয়েছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৭:৫৭ | প্রকাশিত : ১২ জুলাই ২০১৭, ১৬:৩৬
ফাইল ছবি

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার তার ‘অপহরণ’ নিয়ে পুলিশ ও আদালতে যে জবানবন্দি দিয়েছেন তার সঙ্গে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তার মধ্যে অমিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এ কথা জানিয়ে বলেছেন, তদন্ত শেষে শিগগির এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বুধবার ডিএমপির সদর দপ্তরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি জানান, দুই এক দিনের মধ্যে ফরহাদ মজহার ‘অপহরণ’ রহস্যের সমাধান হবে।

গত ৩ জুলাই ভোরে রাজধানীর শ্যামলীর বাসা থেকে ফরহাদ মজহার বের হন। এর পর তিন তার সঙ্গীনি ফরিদা আক্তারকে ফোন করে অপহরণের কথা জানান। জানান, তার জন্য ৩৫ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে অপহরণকারীরা।

ওই দিন রাতেই খুলনা থেকে বাসে করে ঢাকায় ফেরার পথে যশোরের অভয়নগরে ফরহাদ মজহারকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন তাকে ঢাকায় নিয়ে আসার পর প্রথমে পুলিশ এবং পরে আদালতে তিনি ঘটনার বর্ণনা তুলে ধরেন। এরপর তিনি রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন।

ফরহাদ দাবি করেন, ভোরে তিনি ওষুধ কিনতে বের হয়েছিলেন এবং এরপর তিন-চার জন মিলে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর খুলনায় গিয়ে ছেড়ে দেয়া হয় তাকে। পরে একটি বাসের টিকিট ধরিয়ে দেয়া হয় তার হাতে।

তবে কথিত অপহরণের দিন ফরহাদ মজহারের স্বজনরা দাবি করেছিলেন, একটি ফোন পেয়ে তিন ঘর থেকে বের হয়েছিলেন।

আবার ৩ জুলাই রাতে ফরহাদ মজহার খুলনায় একটি হোটেলে একা গিয়ে ভাত খান। এরপর তিনি হানিফ পরিবহনের কাউন্টারে গিয়ে মিস্টার গফুর নামে টিকিটও কাটেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এই অপহরণ নিয়ে অত্যন্ত রহস্য তৈরি হয়েছে। কারণ ফরহাদ মজহার সাহেব বিজ্ঞ আদালতে যে বক্তব্য দিয়েছেন, সেটি তদন্ত করতে গিয়ে আমরা যে ভিডিও ফুটেজ পেয়েছি, সিসিটিভি ফুটেজ পেয়েছি, কল লিস্ট পেয়েছি, বস্তুগত সাক্ষ্য প্রমাণ পেয়েছি, তার সঙ্গে উনার বক্তব্যের মিল নেই।’

এই অপহরণ মামলাটি তদন্ত করছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেননি। তবে গত ৮ জুলাই পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছিলেন, ফরহাদ মজহার অপহরণ হয়েছিলেন এমন কোনো প্রমাণ তারা এখনও পাননি।

ঢাকাটাইমস/১২জুলাই/এএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্মরণশক্তিকে মেধা বলার মানসিকতা পরিহার করতে হবে: শিক্ষামন্ত্রী

‘জলবায়ু ঝুঁকি থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার’

মোটরযান গতিসীমা নির্দেশিকা প্রণয়ন: সেতুমন্ত্রীকে রোড সেইফটি কোয়ালিশনের অভিনন্দন

বিশেষ চাহিদা সম্পন্নদের জলবায়ু ঝুঁকি হতে সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পরিবেশমন্ত্রী

গাজায় ত্রাণ কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

শ্রম আইন সংশোধনে তিন দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে: আইনমন্ত্রী

অভিবাসন কার্যক্রম বাস্তবায়নে মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি হচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি

৭ জুন শুরু হচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন’, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

এই বিভাগের সব খবর

শিরোনাম :