সাবেক সচিবের স্ত্রীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৭, ০৯:৪৭

অবসরোত্তর ছুটিতে থাকা (পিআরএল) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুব রেজা খানের স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মাহবুব সুফিয়া খান (৫০)। রবিবার বিকালে তার লাশ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সুফিয়ার স্বামী মাহমুদ রেজা খান পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রী আত্মহত্যা করেছেন। এ ক্ষেত্রে তার (মাহমুদ রেজা) লাইসেন্স করা পিস্তল ব্যবহার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুকে গুলিবিদ্ধ হয়ে সুফিয়া নিহত হয়েছেন। তবে তিনি নিজে গুলি চালিয়েছেন নাকি অন্য কেউ তাকে গুলি করেছে- তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করতে হবে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিজি বিশ্বাস বলেন, সুফিয়া মানসিক রোগী ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি হত্যা না আত্মহত্যা- তা নিশ্চিত হতে সময় লাগবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে এ বিষয়ে কিছু বলা যাবেনা।

মাহমুদ রেজা খান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অবসরোত্তর ছুটিতে আছেন। তার বাড়ি শরীয়তপুরে। রাজধানীর ৩৪৪ এলিফ্যান্ট রোডে তার একটি ফ্ল্যাট আছে। ওই ফ্ল্যাটটি ভাড়া দিয়ে তিনি পরিবার নিয়ে শেরেবাংলা নগর থানার ইন্দিরা রোডের ৮১/৪ নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকেন। ওই বাড়িতেই ঘটনা ঘটে।

সুফিয়া মহবুবের স্বামী মাহমুদ রেজা খানের বরাত দিয়ে ওসি জিজি বিশ্বাস বলেন, তার স্ত্রী ২০০৭ সাল থেকে মানসিক রোগে ভুগছিলেন। রবিবার বিকালে নিজ বাসায় আত্মহত্যার চেষ্টা চালান তিনি। এ সময় তার দুই মেয়ে ও স্বামী বাসাতেই অবস্থান করছিলেন। সুফিয়া বুকে গুলি চালানোর পর তাকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শেরেবাংলানগর থানার উপপরিদর্শক মামুন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করেন।

ঢাকাটাইমস/৩০অক্টোবর/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্মরণশক্তিকে মেধা বলার মানসিকতা পরিহার করতে হবে: শিক্ষামন্ত্রী

‘জলবায়ু ঝুঁকি থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার’

মোটরযান গতিসীমা নির্দেশিকা প্রণয়ন: সেতুমন্ত্রীকে রোড সেইফটি কোয়ালিশনের অভিনন্দন

বিশেষ চাহিদা সম্পন্নদের জলবায়ু ঝুঁকি হতে সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পরিবেশমন্ত্রী

গাজায় ত্রাণ কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

শ্রম আইন সংশোধনে তিন দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে: আইনমন্ত্রী

অভিবাসন কার্যক্রম বাস্তবায়নে মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি হচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি

৭ জুন শুরু হচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন’, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

এই বিভাগের সব খবর

শিরোনাম :