বিজয় উৎসবের দিনে ফ্রান্স সমর্থকদের লুটপাট (ভিডিও)

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০১৮, ১৩:৫৬| আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৯:৫১
অ- অ+

পর্দা নামলো ফিফা বিশ্বকাপের ২১তম আসরের। বিশ্বসেরা হওয়ার মঞ্চে রবিবার ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ১৯৯৮ সালের পর দ্বিতীয় বারের মত শিরোপা জিতলো ফরাসিরা। স্বাভাবিক ভাবে এমন দিনে জয়ের উল্লাসে মেতে উঠে গোটা ফ্রান্স। কিন্তু এই ‍উল্লাস কাল হয়ে দাঁড়ালো ফরাসি সমর্থকদের। বিজয় উৎসবের দিনে সমর্থকরা লুটপাট করতে মাতোয়ারা হয়ে উঠেন।

ফ্রান্সের জয় দেখতে হাজার মানুষ জড়ো হয় চ্যাম্পস-এলিসি’তে। কিন্তু জয়ের পর সমর্থকদের উল্লাস রুপ নেয় পুলিশের সঙ্গে সংঘর্ষে। আইফেল টাওয়ারে জমায়েত হয়েছিলেন প্রায় ৯০ হাজার মানুষ। চারটি বড় পর্দা সেখানে খেলা দেখার আয়োজন করা হয়। কিন্তু জয়ের পর আতশবাজির শহর প্যারিস রুপ নেয় ভয়ংকর ভাবে। ফরাসি সমর্থদের উল্লাসের সুযোগে একদল সমর্থক স্কি মাস্ক পরে প্রবেশ করে পাবলিসিজ ড্রাগস্টোরে। সেখান থেকে ওয়াইন, শ্যাম্পেনের বোতল নিয়ে বেরিয়ে এসে যোগ দেয় উৎসবে।

এরপরেই শুরু হয় তাদের কান্ড। মদের বোতল ছুড়তে থাকে পুলিশের দিকে। তারপর নিয়ন্ত্রনে আনতে পুলিশও কাঁদানে গ্যাস ছুড়ে। জাতীয় পতাকার তিন রং সবুজ, সাদা ও লালের সমন্বয়ে তৈরি স্মোক বোমা ছুড়েছে উত্তাল সমর্থকরা। বিশৃংখল আচরণ কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে ঠেকায় পুলিশ। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ ঠান্ডা হয়।

প্যারিস ছাড়াও ফ্রান্সের অন্য শহরে এ ধরনের সংঘর্ঘ হয়েছে। ফ্রান্সের স্থানীয় পত্রিকা দ্য লোকাল জানাচ্ছে, ফ্রান্সের বিজয় উল্লাসের দিনে এ ধরনের সংঘর্ষ প্যারিসের বাহিরে অন্যান্য শহরেও হয়েছে। এতে ৫০ জনের মতো আহত হয়েছেন। তিনজনের অবস্থা গুরুতর।

এছাড়াও বিজয় উদযাপনের সময় মারা যান দুই ফরাসি সমর্থক। তাদের একজন উদযাপনের সময় দ্রুতগামী গাড়ি নিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন। অন্যজন পুলিশের সংঘর্ষের সময় মারা যান।

(ঢাকাটাইমস/১৬ জুলাই/এইচএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা